আগামীকাল থেকে শিলচরে পাঁচটি কেন্দ্রে শুরু হচ্ছে ১৮ থেকে ৪৫ বয়সীদের ভ্যাকসিন প্রদান
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১লা এপ্রিল থেকে সারা দেশে ১৮- ৪৫ বছরের প্রত্যেক ব্যক্তিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু করার কথা ছিল। তবে ভোট গণনা এবং অন্যান্য কিছু অসুবিধার ফলে কাছাড় সহ অসমের বিভিন্ন জেলায় সেটা শুরু হয়নি। কো-উইন অ্যাপের মাধ্যমে চালু ছিল রেজিস্ট্রেশন। এবার রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অনুমতিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রক্রিয়াটি।
কাছাড় জেলার ডিস্ট্রিক্ট ইমুনাইজেশন অফিসার ডাঃ সুমনা নাইডিং জানিয়েছেন, শুক্রবার থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে আঠেরোর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এছাড়া চলবে পুরনো প্রক্রিয়ার ভ্যাকসিন প্রদানও।
ভ্যাকসিন প্রদানের জন্য বেশ কয়েকটি সরকারি বিদ্যালয়কে কাজে লাগানো হবে। এর মধ্যে রয়েছে, ১) শিলংপট্টির ছোটলাল সেঠ ইনস্টিটিউট
২) অম্বিকাপট্টির অধর চাঁদ উচ্চ বালক বিদ্যালয়
৩) দেশভক্ত তরুণ রাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুল
৪) অভয়চরণ ভট্টাচার্য পাঠশালা, ঢাকাইপট্টি
৫) নাজিরপট্টির মডেল প্রাইমারি স্কুল
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের বিদ্যালয় ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া চলবে।
এদিকে যাদের বয়স ৪৫ বছরের বেশি, তাদের ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া শিলচরের দূর্গাশংকর পাঠশালায় ১ এপ্রিল থেকে চলছে। তবে ভ্যাকসিন এর অভাব রয়েছে, ফলে জনগণকে এখনো হেনস্থা হতে হচ্ছে। অনেকেই সকাল থেকে লাইন ধরে নাম লেখাতে পারছেন না। আবার অ্যাপের মাধ্যমে নাম লেখাতে গিয়েও অনেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
Comments are closed.