Also read in

২৭ ডিসেম্বর থেকে সদরঘাটের বরাক সেতুতে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ

 

আগামী ২৭ ডিসেম্বর থেকে সাত দিনের জন্য শিলচর সদরঘাটে অবস্থিত বরাক নদীর উপর সেতুতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ন্যাশনাল হাইওয়ের শিলচর সাব ডিভিশনের সহকারি কার্যকরী অভিযন্তার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, বরাক নদীর উপরে নির্মিত শিলচর সদরঘাট রংপুর সেতুটিতে কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ায় যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে সেতুটির একটি লেন দিয়ে সাবধানতার সঙ্গে হালকা ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

এখানে উল্লেখ্য, কিছুদিন পরে পরেই এই সেতু মেরামতির জন্য যানবাহন নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তবে আশার কথা, ইতিমধ্যেই পুরনো সেতুর পাশাপাশি আরেকটি নতুন সেতু তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী নতুন বছরের প্রথম মাসেই এই সেতুটির উদ্বোধন হওয়ার কথা।

Comments are closed.