
কভিড প্রটোকল মেনে এক ঘরোয়া অনুষ্ঠান দিয়েই বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করল শিলচরের ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। হোটেল কল্পতরু তে আয়োজিত অনুষ্ঠানে তেমন কোনো ঝিনঝাক ছিল না। তবে গোটা অনুষ্ঠানটি ছিল আন্তরিকতার মোড়কে মোড়া। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয় ৫ জন ক্রীড়া সাংবাদিককে।
উদ্ধোধনী ভাষনে ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘এটা আমাদের চতুর্থ বর্ষসেরা অনুষ্ঠান। গত তিন বছরের মতো এবারও আমরা বর্ষসেরা ক্রিকেটার দের পুরস্কৃত করবো। সেইসঙ্গে সম্মান জানাবো ৫জন ক্রীড়া সাংবাদিকেও। শুরু থেকেই আমরা প্রত্যেকের সাহায্য পেয়ে আসছি। ক্লাবের সভাপতি হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই।’ বিজেন্দ্র জানান, শীঘ্রই পেস বোলারদের জন্য একটি ক্যাম্প আয়োজনের চিন্তাভাবনা করছেন। সেইসঙ্গে প্রতি বছরের ন্যায় এবারও বরাক প্রিমিয়ার লিগ আয়োজন করবে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব।
আমন্ত্রিত অতিথি তথা শিলচর ডি এস এর সভাপতি বাবুল হোড় বলেন, ‘জন্ম লগ্ন থেকেই ভালো কাজ করে যাচ্ছে ভেটেরন ক্লাব। সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে। করোনা কালেও তারা নানা কর্মসূচি করে গেছে। চার বছরে অনেকটাই এগিয়ে গেছে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব।’
আরো এক অতিথি বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, ‘খেলাধুলার জগত থেকে সরে গিয়েও বিভিন্ন কাজ করছে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। বর্ষসেরা খেলোয়াড়দের সম্মান জানাচ্ছে এই ক্লাব। ফলে খেলোয়াড়রাও উৎসাহ পাচ্ছে। এটা খুবই জরুরি। এমন একটা অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় আমি খুব আনন্দিত।’
অনুষ্ঠানের শুরুতেই গত মরশুমে তৃতীয় ডিভিশনে অংশ নেওয়া ভেটেরন ক্লাবের ক্রিকেট দলের ১৪ জন সদস্যকে টি-শার্ট উপহার দেওয়া হয়। এছাড়া
৩৪জন আম্পায়ারকে টুপি উপহার দেওয়া হয়। দুজন স্কোরারকেও হেনড ব্যাগ দেওয়া হয়।
এরপর ৫ জন ক্রীড়া সাংবাদিক- অনির্বাণ জ্যোতি গুপ্ত, সায়ন বিশ্বাস, বেদব্রত ব্যানার্জি, শুভেন্দু দাস এবং শঙ্কু শর্মাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়।
বিশেষ পুরস্কার দেওয়া হয় গত মরশুমে ২৩উইকেট দখল করা অভিজিৎ গোটানিকে।
সেরা প্রতিশ্রুতিবান ক্রিকেটারের পুরস্কার পান অভয় দেব। গত মরশুমে আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে ৩৫৭ রান করেছিলেন অভয়। বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পান খুশি শর্মা। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের নেট বোলার রাহুল সিংকেও বিশেষ সম্মান জানানো হয়। বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জেতেন রাজু দাস। গত মরশুমে ৫৮৫ রান করেছিলেন রাজু। এরই পুরস্কার পেলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দন শর্মা, পার্থ প্রতিম ঘোষ এবং দেবজিত পুরকায়স্থ।
Comments are closed.