শনিবার থেকে শুরু হল শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাবের পেস বোলিং কোচিং ক্যাম্প। উঠতি পেস বোলারদের সাহায্যের জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে ভেটেরন ক্লাব। দশদিনের এই ক্যাম্প চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এতে প্রধান কোচের দায়িত্বে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার জাবেদ খান। তাকে এসিস্ট করবেন শিলচর ডি এস এ ক্রিকেট একাডেমির তিনজন কোচ। এরা হলেন, সৌমিত্র বিশ্বাস, রাজু দাস এবং মোশারব হোসেন লস্কর। থাকবেন আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে চাম্পিয়ন শিলচর দলের কোচ তথাগত দেবরায়ও। ক্যাম্পে মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।
শিলচরে এই প্রথম পেস বোলিং নিয়ে কোন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। রাজ্যের প্রাক্তন রনজি তারকা বরপেটার জাবেদ খান নিজেও একজন পেসার ছিলেন।এই মুহূর্তে অসম ক্রিকেট সংস্থার একাডেমির কোচের দায়িত্বে রয়েছেন তিনি। ক্যাম্পে অনূর্ধ্ব ১৩ আটজন, অনূর্ধ্ব ১৬ এগারোজন, অনূর্ধ্ব ১৯ এগারো জন এবং পাঁচজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন।
ডি এস এ মাঠে একটা প্রান্তে প্র্যাকটিস পিচে ক্যাম্পের আসর বসেছে। সকাল ও বিকেল মোট দুটো সেশনে হবে পেস বোলিং কোচিং প্রশিক্ষণ। এদিন ক্যাম্প শুরু হবার আগে ক্যাম্পে অংশ নেওয়া প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ক্লাবের পক্ষ থেকে প্র্যাকটিসের জন্য টি-শার্ট তুলে দেওয়া হয় । এরপর দেওয়া হয় হালকা ব্রেকফাস্টও। ক্যাম্প চলাকালীন রোজই ক্রিকেটারদের ক্লাবের পক্ষ থেকে ব্রেকফাস্ট দেওয়া হবে।
এদিন ক্যাম্পের প্রথম দিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি এস এ সভাপতি বাবুল হোড় সহ প্রাক্তন খেলোয়ার সুজয় দত্তরায়, রাজীব দাস এবং শুভাশিস চৌধুরী। এছাড়াও ছিলেন ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং ও সচিব নিরঞ্জন দাস সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
Comments are closed.