সাংবাদিক রাজা ধর প্রয়াত, শিলচরে শোকের ছায়া
প্রয়াত হয়েছেন শিলচরের বরিষ্ঠ সাংবাদিক রাজা ধর। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পিঠে ব্যথা বলে অজ্ঞান হয়ে পড়েন তিনি এবং শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এক পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি।
মূলত রংপুরের বাসিন্দা রাজা ধর সোনার কাছাড় পত্রিকা থেকে তার সাংবাদিকতা জীবন শুরু করেন। শহরের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে অবিচার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। অত্যন্ত সুন্দর ব্যবহার এবং সুদক্ষ সাংবাদিক হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন।
শিলচরের সংবাদ মহলে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন রাজা ধর। তার সঙ্গে প্রত্যেক সাংবাদিকের এক সুন্দর সম্পর্ক ছিল। ছোট থেকে বড় কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি কখনও। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এজন্য প্রত্যেক ব্যক্তির কাছে তার জায়গা ছিল আলাদা। তার মৃত্যুতে সত্যিকার অর্থে শোকস্তব্ধ সংবাদমহল। অনেকেই বলছেন তিনি নেই এটা ভাবা যাচ্ছে না।
তার পুত্র রাহুল ধর জানায়, এদিন বিকেলে হঠাৎ করে পিঠে ব্যথা হচ্ছে বলে জানান তিনি। তবে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়েন। সবাই তড়িঘড়ি করে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী লিপিকা ধর এবং ছোট্ট মেয়ে দেবারতী ধর কোনও কথা বলার অবস্থায় ছিলেন না এদিন।
Comments are closed.