চলতি মরশুমে সৈয়দ মোস্তাক আলী টি ২০ টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করেছিলেন অসম দলের তারকা পেসার শিলচরের প্রীতম দাস। সেই ফর্মটা এবার বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্টেও ধরে রাখলেন কাছাড় এক্সপ্রেস। শনিবার চেন্নাইয়ে সিকিমের বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট শিকার করেন প্রীতম। তার এমন আগুনে বোলিংয়ে চার উইকেটের জয় তুলে নেয় অসম। এনিয়ে টানা চার ম্যাচ জিতলেন গোকুল শর্মা রা।
দিন প্রথমে ব্যাট করে সিকিম। তারা নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৫। দুরন্ত শতরানের ইনিংস খেলেন সিকিমের অধিনায়ক তথা ঘরোয়া ক্রিকেটের বর্ষীয়ান তারকা রবিন বিস্ট। তিনি ১০৮ বলে করেন ১২০। এছাড়া বলুন সূদ করেন ৫০। ৫ উইকেট শিকার করেন প্রীতম। তার বোলিং বিশ্লেষণ ছিল, ৯-১-৩৪-৫।
চলতি মরশুমে এটাই কাচার এক্সপ্রেস এর সেরা পারফরম্যান্স। অবশ্য বিজয় হাজারে ট্রফি তে গত কয়েক মরশুম ধরেই এভাবে ধারাবাহিক পারফর্ম করছেন প্রীতম। দু’বছর আগে এই টুর্নামেন্টে গোটা দেশের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করেছিলেন তিনি। তবে এদিনের এই পারফরম্যান্স কিন্তু বিশেষ গুরুত্ব রাখে। কারণ স্লো লো একটি উইকেটে একজন পেসারের এমন পারফরম্যান্স সত্যি প্রশংসার যোগ্য।
জবাবে রান তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসম। অর্ধশতরান করেন দেনিশ দাস (৫৩), সাহিল জৈন (৬১) ও কুনাল শইকীয়া (৬৯)।
নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় বরাক বুলেটিন কে প্রীতম জানান, ৫ উইকেট শিকার করতে পেরে আমি দারুণ খুশি। কারণ এই উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না। স্লো ও লো একটি উইকেটে পেসারদের কাজটা খুবই কঠিন ছিল। তাই এমন কন্ডিশনে ৫ উইকেট শিকার দারুণ তৃপ্তি দিয়েছে। আশা করি এই ফর্মটা আগামী ম্যাচগুলোতে ধরে রাখতে পারব। কাছাড় এক্সপ্রেস জানান, গতির ভালো মিশ্রণ এর জন্যই এমন সাফল্য পেয়েছেন।
Comments are closed.