Also read in

আজমলের সঙ্গে তমালের ফটো লাগানো পোস্টার সহ আটক ৩, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ শিলচর শহরের চার্চ রোড এলাকায় কংগ্রেস কর্মীরা এক অদ্ভুত পোস্টার সহ এক অটো আটক করেন। পোস্টারে তমাল বণিকের সঙ্গে বদরুদ্দিন আজমলের ফটো লাগানো। মহাজোটে এআইইউডিএফ এবং কংগ্রেস একসঙ্গে থাকলেও তমাল কান্তি বণিক তার কোনও পোস্টারে বদরুদ্দিন আজমলের ফটো লাগাননি। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এভাবে অদ্ভুত পোস্টার লাগানো দেখে কংগ্রেস কর্মীরা অত্যন্ত রেগে যান এবং পরিস্থিতি উত্তপ্ত রূপ নেয়। শেষমেষ পুলিশের কর্মীরা এসে অটো সহ তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান।

আটক তিন ব্যক্তি মালুগ্রাম এলাকার বাসিন্দা, তারা হলেন রাহুল দেবনাথ, লক্ষণ দেবনাথ, এবং বিশ্বজিৎ মালাকার। পুলিশের সামনেই তারা বয়ান দিয়েছেন, জনৈক বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তি তাদের এই পোস্টারগুলো দিয়ে শহরের বিভিন্ন এলাকায় লাগাতে বলেছিলো। এর বেশি তারা কোনও তথ্য দিতে পারেননি। এই কাজের জন্য একটা মোটা টাকা দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছিলেন বলেই চুপি চুপি পোস্টার লাগাচ্ছিলেন। যে অটোতে করে পোস্টার লাগানোর কাজ চলছিল তার নম্বর হচ্ছে এএস ১১ সিসি ৮৮৭১।

কংগ্রেস দলের পক্ষ থেকে যুবনেতা কুশল দত্ত জানান, তারা সন্ধের আগেই এমন একটা খবর পেয়েছিলেন এবং চুপিসারে শহরের বিভিন্ন এলাকায় চোখ রাখছিলেন। রাত এগারোটা নাগাদ কলেজ রোড এলাকায় সন্দেহভাজন কিছু কার্যকলাপ চোখে পড়ে এবং অটোর পিছু নেন তারা। চার্চ রোড এলাকায় এসে দুই দিক থেকে অটোকে পাকড়াও করেন এবং দেখতে পান ভেতরে অনেকগুলো পোস্টার রয়েছে যেখানে কাঁচা আঁটা দ্রব্য লাগানো। খবর পেয়ে দলের অন্যরা সেখানে পৌঁছান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

তিনি বলেন, “আমরা আজ হাতেনাতে বিজেপির চক্রান্ত ধরে ফেলেছি। তারা সোজা পথে জিততে পারবেন না ফলে ইচ্ছাকৃতভাবে আমাদের প্রার্থীর বদনাম করতে চাইছেন। আমরা তাদের এই কাজের জন্য ধিক্কার জানাই।”

দলের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে নির্বাচন অবজারভারের কাছে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া কংগ্রেসের যুব সদস্যরা বাইকে করে সারারাত শহরের বিভিন্ন এলাকায় ঘুরবেন যাতে আর কেউ এমন কোনও পোস্টার লাগাতে না পারে।

বিজেপির তরফে অভ্রজিৎ চক্রবর্তী কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমরা নিজেদের প্রার্থীর প্রচারে কাজ করেছি, এতটা নিচুস্তরে গিয়ে প্রচার করার আমাদের প্রয়োজন নেই। কংগ্রেস দলের সঙ্গে বদরুদ্দিন আজমলের দলের জোট রয়েছে। ফলে তাদের পোস্টার একসঙ্গে তারা নিজেরাই হয়ত লাগিয়েছেন। তারা যদি আমাদের দিকে আঙ্গুল তুলেন আমরা পাল্টা জবাব দিতে রাজি আছি। কিন্তু নির্বাচনের কয়েক ঘণ্টা আগে আমরা কোনও নিয়ম ভাঙতে চাইনা, প্রচার শেষ এবার জনগণ তাদের প্রার্থী বাছাই করবেন।”

Comments are closed.

error: Content is protected !!