Also read in

করিমগঞ্জ কলেজে এবিভিপি- এনএসইউআই সংঘর্ষ, পুলিশকে মাঠে নামতে হল

 

বিগত কয়েক দিন ধরে করিমগঞ্জ কলেজ বিভিন্ন ঘটনায় বিতর্কিত স্থান হয়ে উঠেছে। আজকের সর্বশেষ সংযোজন হল ছাত্র সংসদের নির্বাচনের তারিখ নিয়ে এবিভিপি এবং এনএসইউ-এর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে, আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়।

আজ সকালে ছাত্র সংসদের সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথা অনুযায়ী, পরবর্তী সংসদ নির্বাচনের জন্য বর্তমান সদস্যগণ পদত্যাগ করেন এবং ভেঙে দেওয়া হয়। পরবর্তী নির্বাচনী তারিখ নিয়ে দ্বন্দ্বের সূচনা হয়। এবিভিপি আগামী ১২ ই অক্টোবর, শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তাব দেয় , কিন্তু এনএসইউআই ১৩ই অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত করার জন্য চাপ দিতে থাকে। উভয় পক্ষই নিজেদের দেওয়া তারিখের সমর্থনে যুক্তি দেখাতে থাকে এবং ক্রমে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটি থেকে পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এই ঘটনায় দুজন ছাত্র এবং শিক্ষক আহত হন।

তারপর ছাত্ররা কলেজ থেকে বেরিয়ে যা ৩৭ নং জাতীয় রাজপথে টায়ার এবং কুশপুতুল জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এই খবরে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয়। ” ১০-১৫ মিনিট এই অবস্থা চলার পর আমরা পৌছেই শিক্ষকদের অনুরোধ করে ছাত্রদেরকে বোঝানোর জন্য। তারপর শিক্ষকদের কথায় ছাত্ররা কলেজ কম্পাউণ্ড এর ভিতরে চলে যায়”, জানালেন পুলিশ কর্তা উৎপল বরা।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও কিছুটা উত্তেজনা রয়েছে।

Comments are closed.

error: Content is protected !!