জাল ভিডিও ভাইরাল হচ্ছে, জেলায় এখনো কেউ করোনায় আক্রান্ত হননি , জানালো স্বাস্থ্য বিভাগ
জেলায় এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। এর প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, শিলচর শহর তথা বরাক উপত্যকায় এখন পর্যন্ত কোন করোনার সংক্রমণ নেই। নয়টি করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে সবকটা রেজাল্ট এসেছে নেগেটিভ।
ভিডিওটি মিথ্যা (ফেক) তথ্যের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সোমবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে তথ্যটি তুলে ধরা হয়।
স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের দেওয়া বয়ান অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত কোন ব্যক্তি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হননি। যাদের পরীক্ষা করা হয়েছে টেস্ট নেগেটিভ এসেছে। সুতরাং আতঙ্কিত হবেন না। আর গুজব ছড়াবেন না। গুজব ছড়ালে বা সমাজকে আতঙ্কিত করলে প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
ভিডিওটিতে যে ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে, তার বিষয়ে আসল তথ্য দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ করেছে। একই ভাবে বিভিন্ন নিউজ চ্যানেল সরকারি তথ্যের উপর ভিত্তি করে খবর দেখিয়েছে। যদি কোন ব্যক্তি সত্যি সত্যি করোনা আক্রান্ত হন সেটাও জনসমক্ষে প্রকাশ করা হবে। তাই অযথা আতঙ্ক ছড়ানো এবং আতঙ্কিত হওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া জানিয়েছেন, হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের স্যাম্পল প্রয়োজনে পুনে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত কোন ব্যক্তি করোনা পজিটিভ পাওয়া যায়নি। যদি কারো পজিটিভ রেজাল্ট আসে সেটা তৎক্ষণাৎ প্রচার মাধ্যমে প্রকাশ করা হবে। তবে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘর থেকে একেবারেই না বেরোনোর আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ।
Comments are closed.