বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ বনধ ডাকেনি, পরিষ্কার জানালেন ভিএইচপি'র নেতারা
আন্তরাষ্ট্রীয় বজরং দল নামের সংগঠনের ডাকা বনধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের দক্ষিণ আসাম প্রান্ত। তারা বরাক উপত্যকার প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ জানিয়েছেন বনধ নিয়ে কোনো সাড়া না দিতে এবং প্রশাসনকেও এব্যাপারে জনগণের সাহায্যে এগিয়ে আসতে আবেদন জানানো হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা এই বনধ ডাকেননি এবং এর সমর্থন করেন না। তিনি বলেন, প্রবীণ ভাই তোগাড়িয়াকে সংঘ বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছিল এবং তিনি আন্তরাষ্ট্রীয় বজরং দল নামে একটি সংগঠন বানিয়েছেন। তাদের কোনও বৈধতা নেই এবং তাদের সঙ্গে যে ছেলেরা রয়েছে তারা প্রায় প্রত্যেকেই সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত। তাদের ডাকা বনধকে আমরা স্বীকার করিনা এবং বরাক উপত্যকার প্রত্যেক নাগরিককে অনুরোধ জানাই় আপনারাও এটি মানবেন না। আমরা উপত্যকার তিন জেলার প্রশাসন কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি বনধের জন্য যাতে সাধারণ মানুষের কোন অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা আমাদের ডাকতে পারেন।
তিনি আরো বলেন, এনআরসি থেকে হিন্দুদের নাম বাদ পড়ায় আমরা প্রত্যেকেই চিন্তিত। আমরা সবাই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তবে কোন বনধ ডেকে এর সমাধান হতে পারে না। যারা বনধ নিয়ে প্রচার করছে তারা সাধারণ মানুষকে সাহায্য করে না। বরং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এসব অহেতুক কাজ করে বেড়াচ্ছে।
এদিকে বনধ হচ্ছে বলে শিলচর সহ উপত্যকার বিভিন্ন অঞ্চলের মানুষ দ্বিধায় রয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন আদৌ বনধ হচ্ছে কিনা। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের তরফে ব্যাপারটি পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারা বনধ ডাকেন নি এবং এটি সমর্থনও করছেন না।
Comments are closed.