Also read in

রবিবার শিলচর অযাচক আশ্রমে বিরাট স্বেচ্ছা রক্তদান শিবির, প্রস্তুতি চূড়ান্ত

প্রায় এক দশক ধরে বাৎসরিক রক্তদান শিবির আয়োজন করে আসছে অযাচক আশ্রম শিলচর শাখা। রাধামাধব রোডে আশ্রম প্রাঙ্গণে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে প্রত্যেক বছর বিরাট রক্তদান শিবির আয়োজন করা হয়। এতে বরাক উপত্যকা, ডিমাহাসাও সহ অন্যান্য ‌অঞ্চল থেকে আশ্রমের ভক্তরা এসে রক্তদান করেন। আগামীকাল অর্থাৎ রবিবার শিলচর অযাচক আশ্রম প্রাঙ্গণে এবছরের রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন এবার ৩০০ জনের বেশি মানুষ রক্তদান করবেন।

এদিন সকাল ১০টায় শুরু হবে রক্তদান শিবির এবং তার জন্য বিরাট প্রস্তুতি নেওয়া হয়েছে।শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক থেকে ডাক্তারসহ রক্ত সংগ্রহকারী দল এসে সকালে পৌঁছাবে এবং বিকেল তিনটে পর্যন্ত চলবে রক্তদান শিবির। রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা সহ তাদের খাওয়া-দাওয়ার এবং বিশ্রামের জন্য সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে আশ্রমের তরফে।

দক্ষিণ আসাম সম্মিলিত অখন্ড মন্ডলী সাধারণ সম্পাদক নবেন্দু নাথ এই উদ্যোগটির ব‍্যপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ২০১১ সালে অখণ্ড সঙ্ঘের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী উপস্থিতিতে শিলচর অযাচক আশ্রমে বিরাট রক্তদান শিবির আয়োজিত হয়েছিল। একদিনে ২৬৭জন লোক রক্ত দিয়েছিলেন যেটি সারা আসামের মধ্যে ছিল একটি রেকর্ড। তারপর থেকে প্রত্যেকবার আশ্রমে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকবারই ২০০ জনের বেশি মানুষ রক্ত দান করেছেন।
অযাচক আশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তার মানসকন্যা ব্রহ্মচারিণী শ্রী শ্রী সংহীতা দেবির মহাপ্রয়াণ সপ্তাহ উপলক্ষে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। স্বামী স্বরূপানন্দ যাকে ভক্তরা বাবামণি বলেন, তার মৃত্যুদিবস ১৬ এপ্রিল এবং সংহীতা দেবীর মৃত্যু দিবস ২১এপ্রিল। তার মাঝখানে যে রবিবার পরে, সেদিনই রক্তদান শিবির আয়োজন করা হয়। তবে এবছর নির্বাচনের জন্য এটি খানিকটা পিছিয়ে ২৮ এপ্রিল আয়োজন করা হচ্ছে। যেহেতু মামনির আদর্শকে সামনে রেখে সংঘের ভক্তরা চলতে ভালোবাসেন, তাই মহিলা রক্তদানকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। এই শিবিরে আমরা ২০১১ সালে একটি রেকর্ড করেছিলাম যা এখনো কোন সংগঠন ভাঙ্গতে পারেনি। ৩৩ জন মহিলা একই শিবিরের রক্তদান করেছিলেন, যা সারা আসামের মধ্যে রেকর্ড।

অনুষ্ঠানটিকে সফল করতে শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় আশ্রমের ভক্তরা স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সচেতনতা সভা আয়োজন করছেন। আমাদের সঙ্গে প্রত্যেক বছরই সাহায্যের হাত বাড়িয়ে দেন বরাক ভেলি ভলান্টারী ব্লাড ডোনার ফোরামের সদস্যরা। তাদের সহায়তায় আমরা শহরে বিভিন্ন রেলি এবং সচেতনতা অনুষ্ঠান আয়োজন করেছি। এছাড়া প্রত্যেক ভক্তকে বলে দেওয়া হয়েছে তারা যেন রক্তদান বিষয়ে নিজেদের চারপাশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। আমাদের আশা এবার অন্য বছরকে ছাপিয়ে অনেক বেশি রক্ত সংগ্রহ করা সম্ভব হবে।
শনিবার শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ এবং সংহীতা দেবীর সমাধি দিবস উপলক্ষে অযাচক আশ্রমের সমবেত উপাসনা আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন।

Comments are closed.