বরাক উপত্যকার সমস্ত নদীর জল বিপদের সীমার উপরে বইছে
ভারী বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের সমস্ত নদীগুলির জলের স্তর বিপদ চিহ্ন অতিক্রম করেছে যা বরাকবাসীদের জন্য অশনি সংকেত । অন্নপূর্ণা ঘাটে জলের স্তর সকাল ৫টা থেকে ২০.৩০ মিটার (বিপদ চিহ্নের ০.৪৭ মিটার উপরে ) এ স্থিতাবস্থায় রয়েছে ।
জনগণের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ ফেরি সেবা বন্ধ করে দিয়েছেন । বলা বাহুল্য যে, আরো বৃষ্টিপাত হলে পরিস্থিতি খারাপ হতে পারে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সম্ভব হলে বাড়িতে থাকতে বলেছেন।
Comments are closed.