আপাতত কাছাড়ে লকডাউনের কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার, ভুয়া খবর ছড়িয়েছে: মুখ্য সচিব
সম্প্রতি কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জেলায় লকডাউন জারি করার জন্য একটি আবেদন পেশ করা হয়েছিল। শুক্রবার জেলাশাসক কীর্তি জাল্লি সেই আবেদনটি রাজ্যের মুখ্য সচিবের কার্যালয়ে ফরওয়ার্ড করেন। তবে, সেই গোপন নথি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক দেখা দেয়। প্রত্যেকেই ধারণা করেন, এরপর কাছাড় জেলায় লকডাউন হচ্ছে। বরাক বুলেটিনের পক্ষ থেকে এদিন রাতে রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি লকডাউনের কথা অস্বীকার করেন।
তিনি বলেন, “কাছাড়ের জেলাশাসক একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। তবে, এটি জেলার একাংশ জনগণের আবেদন। এর উপর ভিত্তি করে সারা জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সারা রাজ্যে যেকোনও জেলায় লকডাউন জারি করতে হলে কিছু বিশেষ পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন হয়। কাছাড় জেলায় লকডাউন প্রয়োজন কিনা এব্যাপারে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে জেলার পরিস্থিতি পর্যালোচনা করব আমরা।
এছাড়াও জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা হবে, এরপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তবে আপাতত এইটুকু বলা যায়, এখনই কাছাড় জেলায় লকডাউন জারি করার কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। যদি কোনও খবর বেরিয়ে থাকে, তার সত্যতা যাচাইয়ের দায় আমরা নিতে পারিনা। সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এসব বিষয় লুকিয়ে রাখার কোনও উদ্দেশ্য সরকারের নেই।”
উল্লেখ্য, কাছাড় জেলায় লকডাউন জারি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় নানাধরনের গুজব ছড়িয়ে থাকে। আবার পাল্টা গুজবও থাকে। তবে শুক্রবার জেলাশাসকের স্বাক্ষর করা চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই জল্পনা-কল্পনা চরম মাত্রায় পৌঁছায়। শেষমেষ রাজ্যের মুখ্য সচিবের বয়ান আসে এবং বিষয়টি পরিষ্কার হয়।
Comments are closed.