Also read in

কাশ্মীর পুনরুদ্ধার চাই, সন্ত্রাস-সমর্থনকারী কাশ্মিরীদের চাইনা: দিলীপ কুমার পাল

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জঙ্গিদের উপর হামলায় পাকিস্তানের হাত রয়েছে এটা প্রমাণিত। তবে এবার এই জঘন্যতম ষড়যন্ত্রের জবাবে পাকিস্তানের বিষদাঁত ভেঙে দিতে হবে। এটাই হবে নিহত শহীদদের প্রতি যোগ্য সম্মান জানানো। এবার আর শান্তি নয় যুদ্ধ চাই, এবার কাশ্মীর চাই, সন্ত্রাসবাদে সমর্থনকারী কাশ্মিরীদের চাইনা আমাদের, এমনটাই অভিমত শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের। রবিবার হাইলাকান্দি রোডে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হিতাধিকারীদের বিভিন্ন সামগ্রী বন্টন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি কথাগুলো বলেন তিনি।

এদিন সভায় শুরুতেই তিনি বলেন, আমাদের মন ভালো নেই, দেশের ৪২ জন বীর সেনা জওয়ান জঙ্গী হামলায় নিহত হয়েছেন। এর পিছনে সন্ত্রাসবাদি রাষ্ট্র পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে, এটা প্রমাণিত। আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর যোগ্য জবাব দেবেন। আমরা তার পাশে আছি এবং তার কাছে এটাই আমাদের আহ্বান, এবার দেশের কথা ভেবে প্রয়োজনে কাশ্মিরিদের চিন্তা করবেননা। পাকিস্তানের বিষদাঁত ভেঙে দিতে হবে, তাদের চরম শিক্ষা দিলেই নিহত জওয়ানদের আত্মার শান্তি হবে।

পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সদস্য অসীম দাস আয়োজিত উজ্জ্বলা যোজনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এদিন দিলীপ কুমার পাল সহ সার্কল অফিসার জনাথন পাইপেই, বিদ্যুৎ বিভাগের আধিকারিক নিরঞ্জন পাল, গুরুচরণ কলেজের শিক্ষক অশোক দত্ত গুপ্ত, গ‍্যাস এজেন্সির স্বত্বাধিকারী সুনন্দা সিনহা সহ অন্যান্যরা অংশ নেন।

এদিন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ১৯ জনকে গ্যাসের চুলা সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। আরো শতাধিক হিতাধিকারিদের পরে এগুলো পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সৌভাগ্য যোজনার অধীনে কুড়িটি পরিবারকে বিদ্যুৎ কানেকশন প্রদান করা হয়। পুরসদস্য অসীম দাস এদিন বলেন, এই সুবিধাগুলো সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। তাই কেউ যদি এগুলো পাইয়ে দিতে টাকাপয়সা চায় আপনারা আমার কাছে এসে জানাবেন। আমরা সরকারের প্রকল্পগুলোকে সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এলাকার প্রত্যেক ব্যক্তি সরকারি সুবিধা বিনামূল্যে পাবে এটাই আমাদের কাজ।

Comments are closed.

error: Content is protected !!