এবার কাছাড়েও মাস্ক না পরলে ১০০০ টাকা জরিমানা, বার্তা নিয়ে প্রচারে ট্রাফিক পুলিশ
এবার থেকে কাছাড় জেলায় প্রকাশ্যে মাস্ক না পরলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এই বার্তা নিয়ে রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় প্রচারে নেমেছেন ট্রাফিক পুলিশ বিভাগের আধিকারিকরা। ট্রাফিক আধিকারিক শান্তনু দাস, তারাপুর থানার ইনচার্জ আনন্দ মেধি সহ একটি দল এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার অভিযান চালাচ্ছেন। এতে অনেকটাই সাড়া পড়েছে এবং জনগণ এটা নিয়ে কথা বলতে শুরু করেছেন।
জেলাশাসক কীর্তি জাল্লি এব্যাপারে বলেন, “এটা রাজ্য সরকারের নির্দেশ এবং প্রত্যেক জায়গায় সমানভাবে প্রযোজ্য। পরিস্থিতি সামাল দিতে আমাদের কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। মাস্ক ব্যবহার করা প্রত্যেকের জন্য মঙ্গলজনক, কিন্তু যারা এখনও সচেতন হননি তাদের ব্যাপারটা বুঝিয়ে দিতেই ফাইন নেওয়া হচ্ছে। গতবছর সাধারণ মানুষ সচেতনতা দেখিয়েছিলেন বলেই তুলনামূলকভাবে ক্ষতি কম হয়েছে। এবার ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে এবং আমাদের সচেতন হতে হবে। জেলার প্রত্যেক ব্যক্তির প্রতি আমার আবেদন আপনারা নিজেদের জনসমাগম থেকে দূরে রাখুন এবং মাস্ক-স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করুন।
উল্লেখ্য, কাছাড় জেলায় ইতিমধ্যে দেড়শ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার কাছাড়ে আক্রান্ত হয়েছেন ২১ জন, এরমধ্যে রেপিড এন্টিজেন টেস্টে শনাক্ত হয়েছে ৭ জনের সংক্রমণ এবং বাকি ১৪ জন আরটিপিসিআর পরীক্ষায় নিজেদের সংক্রমনের কথা জানতে পেরেছেন। বর্তমানে কাছাড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৪, এর মধ্যে ১৫ জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৬ জন গ্রীন হাসপাতাল এবং ৩ জন সেনা হাসপাতালে । বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৩০ জন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাঃ ইব্রাহিম আলী জানিয়েছেন, শনিবার কাছাড় জেলায় ১৪৬৬ জনের রেপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছিল, এর মধ্যে সাতজন পজিটিভ হয়েছেন। উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এখনও মূলত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতাল হিসেবে উপত্যকায় শুধুমাত্র গ্রীন হিলস হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা প্রদান করছে। তবে সিভিল হাসপাতালে ও ধীরে ধীরে করোনা চিকিৎসার পরিকাঠামো পুনরায় গড়ে তোলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেখানেও রোগীদের রাখা হবে। এই বছর অনেকেই বাড়িতে চিকিৎসার জন্য অনুমতি পাচ্ছেন, তবে তাদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে।
Comments are closed.