'ওয়েলকাম চায়না' কাণ্ড: অবশেষে জেল হাজতে সুশান্ত রাজবংশী
মনিপুরি ইয়ুথ ফ্রন্ট অফ আসাম অর্থাৎ ‘মাইফা’-র নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদী বাইক র্যালিতে অংশগ্রহণ করে যে যুবক ‘ওয়েলকাম চায়না গুডবাই ইন্ডিয়া, স্লোগান দিয়েছিল, প্রাপ্ত তথ্য অনুসারে আজ সে আত্মসমর্পণ করেছে।
কোচ রাজবংশী জনজাতি যুবকের নাম সুশান্ত রাজবংশী, বাড়ি লেবুরবন্দ এলাকায়। এখানে উল্লেখ্য, গত রবিবার শিলচর চেংকুড়ির বোয়ালজুর থেকে এক বাইক র্যালি রামনগর তারাপুর হয়ে রংপুরে গিয়ে শেষ হয়। ওইখানেই সুশান্ত রাজবংশীর স্লোগান দেওয়া ভিডিওটি ভাইরাল হয়ে সমগ্র উপত্যকায় ছড়িয়ে পড়ে। উত্তেজক বক্তব্যে এবং ‘গুডবাই ইন্ডিয়া, ওয়েলকাম চায়না’ স্লোগানে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। সোমবার কাছাড় পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ব্যবস্থা গ্রহণে তৎপর হয়।
প্রাপ্ত তথ্যমতে, পরিস্থিতি বিবেচনায় সুশান্ত স্বেচ্ছায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় এবং মঙ্গলবার নিজেই আত্মসমর্পণের জন্য হাজির হয়। পুলিশ তাকে গ্রেফতার করে আজ আদালতে পেশ করলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
Comments are closed.