Also read in

পুনে শহরে কালিকা স্মরণঃ “আমি তোমারই নাম গাই”

‘কালিকা কালজয়ী, স্থানজয়ী এক শিল্প সত্তা’ঃ শিল্পীকে উপাসনার শ্রদ্ধাঞ্জলি

 

“আমি তোমারই নাম গাই”। কালিকা প্রসাদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি। মহারাস্ট্রের পুনে শহরে। আয়োজক “উপাসনা”। উপহার অপূর্ব সুন্দর এক নৃত্যালেখ্য। লেখক সুগত দাস। পুনে শহরের অগুনতি বাঙালি জানতে পারল কালিকা প্রসাদকে (যারা আগে জানত না)। আসলে কালিকা এমন এক ব্যক্তিত্ব যাকে ভৌগলিক সীমায় ধরে রাখা যায় না। পুনে শহরে কালিকা প্রসাদকে নিয়ে এমন অন্তরঙ্গ অনুষ্ঠানে শিলচরের একজন হিসেবে গর্ববোধের পাশাপাশি একটা ছোট্ট কৌতুহলও মাথাচাড়া দিচ্ছিল। পুনেতে কালিকা স্মরণ! কৌতুহলের উপশমে এক ভাল লাগায় মন ভরে গেল। উপাসনার প্রতিষ্ঠাতা সদস্যা শর্মিলা মজুমদার সুন্দর করে বললেন, “ কালিকা কালজয়ী, স্থানজয়ী এক শিল্পসত্তা। জন্মসূত্রে শিলচরের সবার কাছের মানুষ যেমন তেমনি সঙ্গীত আর লোকসংস্কৃতির কাজের সূত্রে সব বাঙ্গালীর তথা সঙ্গীতপ্রেমীর বড় কাছের আর প্রাণের মানুষ কালিকা। তাই পুনে কেন ভারতের প্রত্যন্ত প্রান্তেও কালিকার কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি হওয়া উচিত”। সঙ্গে ছোট্ট কিন্তু দৃঢ়্ভাবে উচ্চারণ করলেন, “ তার স্বপ্নকে বাস্তবায়িত করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং নিয়ে যাওয়ার অঙ্গীকারও করছে উপাসনা”। “উপাসনা” হচ্ছে পুনে শহরের একটি মুক্ত সাংস্কৃতিক মঞ্চ। ঠিক গতানুগতিক সংস্থার আওতায় একে ফেলা যায় না। বসন্ত উৎসব থেকে শুরু করে রবীন্দ্র জয়ন্তী সব অনুষ্ঠানেই এক অন্য মাত্রা খোঁজে পাওয়া যায় উপাসনার অনুষ্ঠানে। এবারে এক অনন্য অনুষ্ঠান “ শত কন্ঠে গীতাঞ্জলি” র আয়োজন করছে এই সংস্থা।

পুনে শহরের খাড়কি কালীবাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর বিশেষ আকর্ষন হিসেবে ছিল এই নৃত্যালেখ্য। সুগত দাসের রচনাশৈলীতে কালিকার জীবনের ছোট বড় অনেক কথা উঠে এসেছে, কালিকার লোকসঙ্গীত আর গ্রামবাংলার প্রতি হৃদয়ের টান সুচারু রূপে চিত্রিত হয়েছে। পুরো স্ক্রিপ্টটা কালিকা প্রসাদকে উৎসর্গ করে ছিল আর নাচ গানগুলো ছিল তার কাজকে কেন্দ্র করে। স্ক্রিপ্টটিতে কালিকার শৈশব, শিলচরের মাটিতে তাঁর বেড়ে উঠা, পল্লীগীতির প্রতি তাঁর নাড়ির টান, গ্রাম বাংলার প্রতি তাঁর অনুরাগ, তাঁর তৈরি গানের দল “দোহার” এ-সবই স্থান পেয়েছে। পুরো অনুষ্ঠানটি সংযোজনা এবং কোরিওগ্রাফি করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা নৃত্যশিক্ষক শর্মিলা মজুমদার। অংশগ্রহণে উপাসনার সদস্যরা। নৃত্য এবং সঙ্গীত দুটোতেই যথেষ্ট দক্ষতার পরিচয় পাওয়া গেল। বিষয়, ধারনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন উপাসনার সদস্যা অমৃতা সরকার, যার ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল কালিকা প্রসাদের সঙ্গে। তার ভাষায় কালিকা প্রসাদ প্রসঙ্গ, “”কালিকাদার মত শিল্পী কখনো মারা যান না, তিনি তার সঙ্গীতের মধ্যে বেঁচে থাকবেন … তিনি তাঁর মিউজিক আমাদের অর্পন করেছেন, সঙ্গে অর্পিত হয়েছে দায়িত্ব। তাই এখন এটিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য, তার উত্তরাধিকার আমাদের উপর বর্তায়”।

aami Tomari Naam Gayi

Video Collage of UPASANA'S tribute to Kalikaprasad – aami Tomari Naam Gayi.Five days of Basanti Puja has been introduced by Kali Bari not so distant in the past. There are all the religious elements that go with Durga Pujo and there is always a spectacular Pandal. This time it is Odisha temple architecture. Over the last few years UPASANA is being invited for one of the four cultural evenings. UPASANA usually brings programmes with a typically Bangla theme. This time it is a tribute to the great folk revivalist, Shri Kalikaprasad Bhattacharya. Messages have flown in from his personal band, Dohar, wishing this noble initiative the very best.The programme was designed to give a comprehensive audio visual experience of the crusader's life and works. It is known that Kalikaprasad has a large fan following in the Bangla speaking world and Pune is indeed prominent in it's claim to this distinction. So the programme had to be provided with a soul and a body of ornamentation. That is exactly what the script, music, dance and stage decor aspired for.May our audience spread wide across the folk loving world, who were not necessarily a witness to the live show, get an opportunity to see the program.

Posted by Samiran Bhowmik on Sunday, March 25, 2018

লোকসঙ্গীতশিল্পী তথা গবেষক কালিকা প্রসাদের মৃত্যু আমরা কেউই মানতে পারিনি। বাংলা লোক সঙ্গীত জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি করে মাত্র ৪৬ বছর বয়সে এমন উজ্জ্বল নক্ষত্রের এভাবে চলে যাওয়াকে কে ই বা মানতে পারবে? কিন্তু অমৃতার কথায় সুর মিলিয়ে বলতেই পারি কালিকা প্রসাদ হারিয়ে যাননি, বেঁচে আছেন তাঁর কাজে, তাঁর গানে, বেঁচে আছেন এবং থাকবেন আমাদের হৃদয় জুড়ে, আমাদের হৃদয় সিংহাসনে।

Comments are closed.