ইফতারের নেমন্তন্ন শেষে ফেরার পথে মহাসড়কে অটো রিক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা, গুরুতর আহত ২
এক মর্মান্তিক দুর্ঘটনায় মহাসড়কে অটোরিক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা। ঘটনাটি আজ সন্ধ্যায় শিলচর হাফলং মহাসড়কের লাঠিগ্রাম এলাকায় সংঘটিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রুনু বেগম বড়ভূঁইয়া এবং উনার স্বামী তারা মনি বড়ভূঁইয়া লাঠিগ্রামে এক ইফতারের নেমন্তন্নে গিয়েছিলেন। পিতৃগৃহ থেকে আলীগ্রামে নিজের বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
স্বামী-স্ত্রী অটোরিকশা করে ফিরছিলেন, অটো চালাচ্ছিলেন বাপন হোসেন। এক হুন্ডাই ক্রেটা অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সামনের ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা মারে, ইলেকট্রিক খুঁটি ভেঙ্গে পড়ে এবং সজীব তার অটোরিকশার ওপর পড়ে যায়।
সাথে সাথে অটো রিক্সা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন ধরে যায়। এই দুঃখজনক ঘটনায় রুনু বেগম বড়ভূঁইয়া অকুস্থলেই প্রাণ হারান। তারা মনি বড় ভূঁইয়া এবং বাপন লস্করকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
দমকলের গাড়ি এবং পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গেছেন। উদারবন্দ থানার অফিসার ইনচার্জ ও ঘটনাস্থলে রয়েছেন
Comments are closed.