
কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী! দলীয় বৈঠকে সিদ্ধান্ত কাল; দিনভর একের পর এক বৈঠক শেষে রাতে গুয়াহাটি ফিরছেন সোনোয়াল, হিমন্ত
রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, হিমন্ত না সর্বানন্দ !বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও নেতৃত্ব নিয়ে বৈঠকের পর বৈঠক চলছে , কিন্তু আজও জানা গেলো না পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আগামীকাল বিজেপির নব নির্বাচিত বিধায়ক দলের বৈঠকে সিলমোহর পড়বে পরবর্তী মুখ্যমন্ত্রীর নামে।
“খুব সম্ভবত কাল নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পরই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন”, দিল্লিতে অপেক্ষমান সাংবাদিকদের জানালেন হিমন্ত।
সাতসকালে বিশেষ বিমানে দিল্লি যান মুখ্যমন্ত্রীত্বের দুই প্রধান দাবিদার সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আজ নিজ বাসগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে প্রথম বৈঠকে বসেন হিমন্ত বিশ্ব শর্মার সাথে, প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক।
তারপর সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠক হয় দলের রাষ্ট্রীয় সভাপতির। সেই বৈঠকও চলে প্রায় এক ঘন্টা। এরপর হিমন্ত এবং সর্বানন্দ এই দুজনকে একসঙ্গে সামনাসামনি বসিয়ে আবার বৈঠক হয়। তবে এই তিনটি বৈঠকে কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা বা আদৌ কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।
বৈঠক শেষে দুজন দাবিদার দিল্লি বিমানবন্দরে পৌঁছান গুয়াহাটি আসার জন্য। তবে সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছলেও বিমানবন্দর থেকে ফিরে যান। জানা গেছে, রাত ন’টায় এক বিশেষ বিমানে কেন্দ্রীয় পর্যবেক্ষকসহ রাজ্য রাজধানীতে ফিরে আসছেন তারা।
আগামীকাল সকাল ১১ টায় দিসপুরে বিজেপি দলের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে।কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে দলীয় বিধায়করা সর্বপ্রথম মুখ্যমন্ত্রী স্থির করবেন।
স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী সর্বানন্দ সোনোয়াল দলের প্রবীন তথা সঙ্ঘীদের
প্রথম পছন্দ হলেও মুখ্যমন্ত্রীদের দৌড়ে এগিয়ে আছেন হিমন্ত বিশ্ব শর্মা, এমনটাই মনে করছেন অবহিত মহল; ফল ঘোষণার সাত দিন পর আগামীকাল এই রহস্যের যবনিকাপাত হবে বলে আশা করা যাচ্ছে।
Comments are closed.