Also read in

জংলি শূক‌রের আক্রম‌ণ : বরাক উপত্যকার মেদ‌লি বাগা‌নে হতাহত দুই, জনমনে আতঙ্ক

পাথারকা‌ন্দির মেদ‌লি বাগা‌নে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ওই স্থানে বন্য শূক‌রের আক্রম‌নে একজ‌নের যুবকের মৃত্যু হয়; অন্য এক যুবক গুরুতর আহত হ‌য়ে বর্তমা‌নে হাসপাতালে চি‌কিৎসা‌ধিন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে গরু চরা‌তে গি‌য়ে এই মর্মা‌ন্তিক কান্ডটি ঘ‌টে করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দির মেদ‌লি সে‌পেনজু‌রি চা বাগা‌নে। এ‌তে বন্য শূক‌রের আক্রম‌নে একজ‌নের মৃত্যু সহ অন্য এক যুবক গুরতর আহত হ‌য়ে বর্তমা‌নে চি‌কিৎসা‌ধীন রয়েেছ। দ্বিতীয় দফায় লকডাউন চলাকালীন সময়ে এই ঘটনায় স্থানীয় বাগান এলাকার জনম‌নে একরাশ আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

ঘটনার বিবর‌নে প্রকাশ, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় চা বাগা‌নের রাবার সেকশ‌নে গরু চরা‌তে গিয়েছিলেন বেশ কিছু রাখাল। এমন সম‌য়ে একটি দাঁতাল শূকর হঠাৎ তে‌ড়ে এসে স্থানীয় মেদলি বাগানের বাসিন্দা রামধ‌নি গৌড়(‌৫৩)‌কে হিংস্র ভাবে আক্রমণ ক‌রে। কিছুক্ষণের মধ্যেই মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন গো পালক রামধ‌নি। তার শরীরের একা‌ধিক স্থা‌নে ‌ক্ষিপ্ত শূকর‌টি ধাঁরা‌লো দাঁত ব‌সি‌য়ে দেয়। প্রচুর রক্তক্ষর‌নের জন্য উক্ত ব্যাক্ত‌টির তৎক্ষণাৎ মৃত্যু হয় ব‌লে জানান প্রত্যক্ষদ‌র্শিরা। তা‌কে রক্ষা কর‌তে এসে আহত হন লাল‌খিরা বাগা‌নের যুবক অশ্বি‌নী বা‌ল্মিক দাস (৩০)।

প‌রে শূকর‌টি গভীর জঙ্গ‌লের দিকে পা‌লি‌য়ে যায় ব‌লে জানান প্রত্যক্ষদ‌র্শিরা। এ‌দি‌কে, এমন ঘটনার খবর পে‌য়ে অকুস্থলে ছু‌টে যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল, স্থানীয় বন বিভা‌গের কর্মকর্তারা এবং পাথারকা‌ন্দি থানার পু‌লিশ ।তারা মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে প্রেরণের পাশাপা‌শি আহত যুবক‌কে চি‌কিৎসার জন্য
হাসপাতালে পাঠিয়ে দেন ।

পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল মৃ‌তের প‌রিবার‌কে নগদ দশ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদা‌নের পাশাপা‌শি আহত যুব‌কের যাবতীয় চি‌কিৎসার ব্যায়ভার বহ‌নের আশ্বাস দেন। তৎস‌ঙ্গে বু‌নো শূকর‌টি‌কে তা‌ড়ি‌য়ে দি‌তে বন ক‌র্মি‌দের অনু‌রোধ জানান।

Comments are closed.