Also read in

রাখি উৎসব সীমান্ত শহরে বিএসএফ, সিআরপিএফ জওয়ানদের মিষ্টিমুখ

দেশজুড়ে মহাসমারোহে পালন করা হয় সম্প্রীতির রাখি বন্ধন। পূর্ণিমার এই শুভক্ষণে ভাইয়ের হাতে রাখী বেঁধে দিয়েছেন বোনেরা। শুধু বোন বা ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এই উৎসব । সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবে সামিল তামাম দেশবাসী। এক্ষেত্রে ব্যতিক্রম নয় সীমান্ত শহর করিমগঞ্জ ।

রাখি পূর্ণিমা উপলক্ষে করিমগঞ্জ ভারত বাংলা সীমান্তের দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সি আর পি এফ জওয়ানদের হাতে হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করান বিজেপি মহিলা মোর্চা, সীমান্ত চেতনা মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারত বিকাশ পরিষদের সদস্যারা । রবিবার মহিলা সংগঠনের সদস্যরা প্রথমে উপস্থিত হন করিমগঞ্জ শহরের ভারত বাংলা সীমান্তের বিসর্জন ঘাঠে ।

সেখানে প্রহরারত বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করেন । পরবর্তীতে স্টিমারঘাঠে থাকা ০৭ ব্যাটালিয়নের সীমান্ত চৌকিতে এবং আন্তর্জাতিক সীমান্ত সুতারকান্দিতে ০৭ বিএন বিএসএফ কোম্পানি হেড কোয়ার্টার, ট্রেড সেন্টারে উপস্থিত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের পরিবার সহ প্রিয়জন ছেড়ে আসা বিএসএফ আধিকারিক সহ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে রাখি পরিয়ে মিষ্টির প্যাকেট তোলে দেন ।

অনুরূপ কার্যসূচি পালন করা হয় শহরের জাহাজ গোদামে থাকা সিআরপিএফ ক্যাম্পে । সীমান্তের ধাঁরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা মহিলা সদস্যদেরকে কাছে থেকে রাখি সহ মিষ্টি গ্রহণ করে । করিমগঞ্জ ১৪৭ নং সি আর পি এফ ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার এবং সুতারকান্দি ০৭ বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আমূল কুমার বিজেপি মহিলা মোর্চা সহ অন্যান্য মহিলা সংঘটনের এহেন কার্যসূচিতে আনন্দ প্রকাশ করেন ।

রাখি পূর্ণিমার দিনে মহিলা সংগঠনের এহেন কার্যসূচির দরুন নিজের ঘর ছেড়ে অন্য রাজ্য কর্তব্যরত রয়েছেন মনে হচ্ছে না বলে মন্তব্য করেন বিএসএফ, সি আর পি এফের দুই আধিকারিক ।

Comments are closed.