কমনওয়েল্থ গেমস্ ২০১৮ তে ভারতের জন্য প্রথম স্বর্ণ পদক জিতলেন মনিপুরি ওয়েট লিফটার মীরাবাই চানু
ওয়েট লিফটিংয়ে ছয়টি রেকর্ড ভাঙার পর মহিলাদের ৪৮ কেজি শ্রেণীতে সাইখম মীরাবাই চানু মঞ্চে উঠেন এবং এই বছর প্রথম বারের মতো গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস এ জন গণ মন বেজে উঠে।
২৩ বছর বয়সী এই বিশ্ব চ্যাম্পিয়ন মণিপুরি ওয়েটলিফটার চার বছর আগে গ্লাসগো সি.ডব্লিউ.জিতে রৌপ্য পদক জেতেন, কিন্তু এইবার তিনি স্বর্ণ পদক জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি কঠোর প্রচেষ্টার দ্বারা ১৯৬ কেজি ওজন ওঠাতে সক্ষম হন এবং পূর্বে নিজের করা ১৯৪ কেজি রেকর্ডকে নিজেই ভেঙে দেন এবং ভারতকে স্বর্ণ পদক উপহার দেন।
মিরাবাই চানুর এই অসাধারণ সাফল্যের আগে এই ইভেন্টের প্রথমদিন ভারত একটি রৌপ্য পদক জেতে। গুরুরাজা পূজারী মোট ২৪৯ কেজি ওজন বহন করে ভারতের জন্য প্রথম মেডেল জেতেন এই ২১তম সি.ডাব্লি.জিতে।২৫ বছর বয়সী পূজারী ভারতীয় বায়ুসেনাতে কর্মরত এবং তিনি কর্ণাটকের একটি ছোট্ট গ্রামের অধিবাসী।
মীরাবাইর এই জয় শুধু মনিপুরই নয় বরং গোটা উত্তরপূর্ব উজ্জ্বাপন করছে এবং পিছিয়ে পড়া এই অঞ্চল ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আজ গোটা ভারতবর্ষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। এই অঞ্চলে যে মেধার কোনো অভাব নেই এই একের পর এক সাফল্য যেন তারই প্রমাণ বহন করে।
Comments are closed.