বিশ্বকাপ ২০১৯: শিলচরের ক্রিকেট প্রেমীদের জন্য গঠিত "ফ্যান পার্ক"
শিলচরে গঠিত হলো ‘ফ্যান পার্ক’। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট, ২০১৯ চলাকালীন সময়ে শিলচরের ক্রিকেট প্রেমীদের অনবদ্য এবং আনকোরা নতুন ধরনের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে গঠিত হলো এই “ফ্যান পার্ক”।
অর্ণব নাথ এবং রবীন্দ্র কুমার কুমারের সহযোগিতায় “শিলচর ফ্যান পার্ক” নাম দিয়ে এই পার্ক গঠনের উদ্যোগ নিয়েছে ডিএসও স্পোর্টস ইন্ডিয়া। শিলচরের আদিবাসী ইউটিউব চ্যানেল “ট্রাভেল হ্যাংরি কুকস্ (টিএইচ সি)এর সহযোগিতায় ইভেন্টটি বাস্তবায়িত হচ্ছে।
শনিবার বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় অর্ণব নাথ বলেন, ফ্যান পার্ক, যা শিলচরে নতুন ধরনের কিছু, প্রতি সপ্তাহান্তে একদিন করে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচগুলো ক্রিকেট প্রেমীদের দেখানোর ব্যবস্থা করবে। এ ধরনের ধারণা মাথায় আনার কারণ হচ্ছে, শিলচরের ক্রিকেটপ্রেমীদের আনকোরা নতুন, যা কখনো আগে হয়নি এমন অভিজ্ঞতা প্রদান করা।
জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) মাঠে প্রতিষ্ঠিত ফ্যান পার্ক শুরু হবে রবিবারে ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে। ফ্যান পার্কে ম্যাচ দেখার জন্য দুই ধরনের টিকেট পাওয়া যাচ্ছে। টিকিটের দাম (প্রতি ম্যাচ) ৩০০ টাকা (খাবারের সঙ্গে) এবং ১৫০ টাকা (খাবার ছাড়া) বলে তিনি জানালেন।
তিনি আরও জানালেন, সঙ্গীত এবং বিনোদন প্রেমীদের জন্য পার্কে বিশেষ আকর্ষণ থাকবে। ম্যাচে ইনিংস বিরতির সময় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া পার্কে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন স্টলও থাকবে।
Comments are closed.