হাইলাকান্দি জেলা জুড়ে বিভিন্ন কার্যসুচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদয়াপন
প্লাস্টিক বিরোধী শোভাযাত্রা, স্থানে স্থানে বৃক্ষরোপণ, সাফাই অভিয়ান, আলোচনা সভা ইত্যাদি কার্যসুচির মধ্য দিয়ে মঙ্গলবার হাইলাকান্দি জেলা জুড়ে জেলা প্রশাসন, বন বিভাগ সহ বিভিন্ন সংস্থা, সংগঠন, শিক্ষা প্রতিস্টানের উদ্দ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদয়াপন করা হয়। হাইলাকান্দি বন বিভাগের উদ্দ্যোগে এদিন হাইলাকান্দি কলেজ রোডে বৃক্ষরোপণ কার্যসুচির আয়োজন করা হয়। এদিন সকালে এস এস কলেজ রোডে আনুস্টানিক ভাবে বৃক্ষরোপন কার্যসুচির সূচনা করেন জেলা উপায়ুক্ত আদিল খান। এদিন গাছের চারা রোপন করে প্লাস্টিক মুক্ত হাইলাকান্দি গঠন সহ পরিবেশ রক্ষায় আর ও বেশি করে গাছ লাগাতে সবার প্রতি আহবান জানান উপায়ুক্ত আদিল খান। এ উপলক্ষে আয়োজিত অনুস্টানে আরক্ষি অধিক্ষক মহনীষ মিশ্র, ডিডিসি এফ আর লস্কর, ডি এফ ও এন এইচ মজুমদার প্রমুখ অংশ নেন। এদিন হাইলাকান্দি লায়ন্স ক্লাবের ব্যাবস্থাপনায় হাইলাকান্দি শহরে গাছের চারা বিতরন, বৃক্ষরোপন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যদিকে এদিন লালা টাউন কমিটির উদ্দ্যোগে প্লাস্টিক মুক্ত লালা গড়ার লক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এদিন লালা শহরকে প্লাস্টিক মুক্ত করে তোলার আহবান জানিয়ে ভ্যানার, পোস্টার নিয়ে রাজপথে পা মেলান পুরপতি পুলক নাথ, পুর সদস্য সমরেন্দ্র রায়, অনামিকা ভট্টাচার্য, বিজেপি নেতা গোবিন্দ লাল চ্যাটার্জী, প্রবীন নাগরিক সমিরন পাল সহ পুরসভার কর্মী নাগরিকরা। মিছিল শেষে লালা শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন স্থানে পুরসভার পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। এর আগে শহরে সাফাই অভিয়ান ও করা হয়। লালার চেয়ারম্যান পুলক নাথ এদিন প্লাস্টিক মুক্ত লালা গড়ে তুলতে লালাবাসীর সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। অন্যদিকে এদিন লালার শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্ষ বিদ্যাপীঠে বিভিন্ন কার্যসুচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন সকালে লালার বি টি রোডে আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বৃক্ষরোপন কার্যসুচির সূচনা করেন আমন্ত্রিত অতিথি লালার চক্র আধিকারিক মধুমিতা নাথ। এদিন বিদ্যাপীঠের অধ্যক্ষা কৈনাতম্বী সিংহের পৌরোহিত্যে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কিত ক্যুইজ, বক্তৃতা, আলোচনা সভা ইত্যাদি অনুস্টিত হয়। কাটলিছড়ার জি সি এম ভি স্কুলেও এদিন প্রধান শিক্ষক প্রনব দেবের পরিচালনায় বিভিন্ন কার্যসুচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদয়াপন করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ, আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে হাইলাকান্দি জেলা যুব মুর্চার উদ্দ্যোগে ও লালা মন্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় সোমবার লালায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদয়াপন করা হয়। এদিন সকাল ন’টায়
যুব মোর্চার সদস্যদের সাফাই অভিয়ানের মাধ্যমে কার্যসুচির সুচনা হয়।এতে অন্যদের মধ্যে যুব মোর্চার সর্ব ভারতীয় সম্পাদক সৈকত দত্ত চৌধুরী, সুরজ সেন, প্রমুখ অংশ নেন।
লালা যুব মোর্চার পক্ষ থেকে এদিন লালা কলেজ রোডে বৃক্ষরোপন করা হয়।। এরপর এদিন লালা উমেদনগর নাথ যোগি সম্মিলনী ভবনে লালা মন্ডল যুব মোর্চা সভাপতি বনবীর সেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুস্টিত হয়। সভায় প্লাস্টিক বর্জনের পাশাপাশি সবুজ বনানীকরনে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে অন্যদের মধ্যে সৈকত দত্ত চৌধুরী, সুরজ সেন, অঞ্জন নাথ মজুমদার, ভবানী চক্রবর্তী, রথীন্দ্র চৌধুরী, সুমন দাস প্রমুখ বক্তব্য রাখেন। এদিন লালা সার্কল অফিস প্রাঙ্গনে ও বৃক্ষরোপণ কার্যসুচির আয়োজন করা হয়। এতে সার্কল অফিসার মধুমিতা নাথ সহ সার্কল অফিসের কর্মচারীরা অংশ নেন। লালা রুর্যাল কলেজেও এদিন বৃক্ষরোপণ, আলোচনাসভা সহ বিভিন্ন কার্যসুচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ তনুজ দে র পৌরোহিত্যে আয়োজিত অনুস্টানে লালার সার্কল অফিসার মধুমিতা নাথ সহ কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রীরা অংশ নেয়। কাটলিছড়া এস কে রায় কলেজ, বি এড কলেজেও মঙ্গলবার বিভিন্ন কার্যসুচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপন করেন কলেজের অধ্যক্ষ দীপক কান্তি আইচ।এই উপলক্ষে আয়োজিত সভায় পরিবেশ দিবসের উপর আলোকপাত করে অন্যদের মধ্যে অধ্যাপক ডঃ দেবজিৎ দে,অর্পনা দেব প্রমুখ বক্তব্য রাখেন। এরপর বৃক্ষরোপণ করা হয়। লায়ন্স ক্লাব অব কাটলিছড়া ও এদিন বৃক্ষরোপন কার্যসুচির আয়োজন করে । কাটলিছড়া লায়ন্সের পক্ষে এদিন বৃক্ষরোপন কার্যসুচিতে অন্যদের মধ্যে দীপক কান্তি আইচ,রাধামোহন সিংহ,রুপায়ন চক্রবতী,মানিক গুপ্ত,দিব্যেন্দু গোস্বামী,বিদুৎ ভুসন দে,স্বপ্না পাল চৌধুরী,প্রনব দেব, রাজু নাথ,প্রমুখ অংশ নেন। তারা কাটলিছড়া বাসস্ট্যান্ডের ডিভাইডার এ গাছ লাগানোর পর পরিচর্যার ও দায়িত্বভার সমঝে নেন ।এদিকে কুকিছড়া বন সংমন্ডল কাটলিছড়া সার্কলের বিভিন্ন স্কুল কলেজে প্রায় পাচশোটি গাছের চারা রোপন করে।
Comments are closed.