Also read in

বরাক উপত্যকার কবি লেখকদের রচনা অন্তর্ভুক্ত হচ্ছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রমে

মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আসাম ও ত্রিপুরার কবি, লেখকদের রচনা স্নাতকোত্তর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। স্নাতকোত্তর স্তরে এগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ায় স্বভাবতই ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকার সাহিত্য মহলে বেশ উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

আসাম ও ত্রিপুরার বাংলা সাহিত্য চর্চা অর্থাৎ বঙ্গীয় বাংলা সাহিত্য চর্চা বিভাগে আসামের বরাক উপত্যকার শক্তিপদ ব্রহ্মচারী, অমিতাভ দেব চৌধুরীর কবিতা, অরিজিৎ চৌধুরী ও বদরুজ্জামান চৌধুরীর গল্প এবং তপোধীর ভট্টাচার্যের প্রবন্ধ স্থান পেয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকার অঞ্জলি লাহিড়ী ও সমর দেবের উপন্যাস, ঊষা রঞ্জন ভট্টাচার্যের প্রবন্ধ, প্রদ্যোৎ চক্রবর্তীর নাটক অন্তর্ভুক্ত হয়েছে। বরাক উপত্যকার নাট্যকার ও অভিনেতা শেখর দেবরায়ের নাটকও স্থান পেয়েছে।

ত্রিপুরার কবিতায় স্থান পেয়েছে পীযূষ রাউত ও সেলিম মুস্তফার কবিতা। ভীষ্মদেব ভট্টাচার্য্য, দেবব্রত দেব ও মীনাক্ষী সেনের গল্প, জয়া গোয়ালা, দুলাল ঘোষ, বিমল সিংহের উপন্যাস, কমল রায়চৌধুরী, চন্দন সেনগুপ্তের নাটক এবং রমা প্রসাদ দত্ত, বিকচ চৌধুরী ও মঞ্জরি চৌধুরীর প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া বিহার ও ঝাড়খণ্ডের বাংলা কবিতা, গল্প, ভ্রমণ, উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রভৃতি অন্তর্ভুক্ত হয়েছে। বাংলার বাইরের বাংলা সাহিত্য চর্চার বিষয় সমুহ বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এই প্রথম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হলো।

Comments are closed.