Also read in

মহরমে হাইলাকান্দি ধর্মীয় ভাবাবেগে ভাসলো

 

বর্নাঢ্য শোভাযাত্রা, লাঠি- তরোয়াল খেলা প্রদর্শন, জারি গান, আলোচনাসভা ইত্যাদি কার্যসুচির পাশাপাশি ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে শুক্রবার হাইলাকান্দি জেলাতেও দিনব্যাপী কার্যসুচির মধ্য দিয়ে কারবালার শহিদ স্মরণে মহরম উদযাপিত হয়। কারবালার ময়দানে শহিদ ইমাম হাসান ও হোসেন স্মরনে অনুষ্ঠিত মহরম কে কেন্দ্র করে এদিন হাইলাকান্দি জেলা সদর সহ লালায় কয়েক সহস্রাধিক জনতার
জমায়েত হয়।

এদিন সকালে হাইলাকান্দি নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যসুচির সুচনা হয়। এ উপলক্ষে মহরম কমিটির সভাপতি লালু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এডিসি অমলেন্দু রায়, এ এস পি জগদীশ দাস,
সিরাজ উদ্দিন লস্কর, সামস উদ্দিন বড়লস্কর, জাকির হোসেন চৌধুরী, মুফজ্জুল হোসেন, প্রমুখ অংশ নেন।

হাইলাকান্দি জেলা সদরে এদিন মহরমকে কেন্দ্র করে কয়েক সহস্রাধিক জনতার সমাগম হয়। বিভিন্ন মহরম কমিটির লাঠি- তরোয়াল খেলা প্রদর্শন সহযোগে বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে খেলার মাঠে জড়ো হয়। সেখানে দিনভর চলে জারি গান সহ নানা ধরনের ক্রীড়া কৌশল । জেলা উপায়ুক্ত আদিল খান, এস পি মহনীষ মিশ্র মাঠে ছুটে গিয়ে মহরমের অনুষ্ঠানে যোগ দেন।

অপরদিকে এদিন সকাল দশটায় লালা রুর‍্যাল কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কার্যসুচির সুচনা করেন লালা মহরম কমিটির সভাপতি দিলোয়ার হোসেন বড়ভুইয়া, লালা থানার ওসি মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জয়নাল উদ্দিন লস্কর, ফকর উদ্দিন, তাহের আহমেদ বড়ভুইয়া প্রমুখ। এদিন লালা অঞ্চলের বিভিন্ন স্থানের শাখা দল নিজ নিজ গ্রাম থেকে লাঠি, তরোয়াল, খেলা প্রদর্শন করে মিছিল করে।

Comments are closed.