রাজনীতি কংগ্রেস দল থেকেই করতে চাই; তবে বিজেপি থেকে বড় মাপের অফার এলে ভেবে দেখবো, বললেন গৌতম রায়
গৌতম রায় বিজেপিতে যোগদান করছেন, এমন খবরে বরাক উপত্যকার রাজনৈতিক আবহাওয়া ইদানিং বেশ সরগরম। আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে গৌতম রায়ের সাথে এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারাও জেনে নিন,
আপনি আগামী রোববারে বিজেপিতে যোগদান করছেন, কথাটা কতটুকু সত্যি?
আমি তো এ বিষয়ে কিছুই জানিনা।
বিজেপি দলের তরফ থেকে আপনার সাথে এ বিষয়ে কি কোনো যোগাযোগ করা হয়েছে ?
না না না।
আপনার তরফ থেকে বিজেপিতে যোগদানের কোন সংকেত কি আপনি প্রকাশ করেছেন ?
না না না । আমার সাথে কোন দলের কোনো সংঘাত নেই। সবার সাথেই আমার সদ্ভাব রয়েছে। আমার রাজনৈতিক জীবনে যা যা পাওয়ার ছিল, সব আমি পেয়ে গেছি। নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি জনসেবা করতে ভালোবাসি, শিলচর করিমগঞ্জ সব জায়গায়ই আমি যাই।
আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনে যদি বিজেপি আপনাকে শিলচরে দাঁড়াতে আহ্বান জানায়, তবে কি আপনি সেটা গ্রহণ করবেন ?
আমি যেহেতু কংগ্রেসে আছি, আমি যদি লোকসভা নির্বাচনে টিকিট পেতে চাই তাহলে আমি কংগ্রেসের কাছেই চাইবো। আমি তো কারোর কাছে টিকিট চাইনি। তবে কেউ যদি আমাকে প্রস্তাব দেয়, সে কংগ্রেসই হোক বা যেই হোক আমি ভেবে দেখব।
তারমানে, আপনি যদি রাজনীতি করেন তাহলে কংগ্রেসী হিসেবেই করবেন?
না, তেমন কোনো কথা নেই।
আচ্ছা, যদি বিজেপির উপরের মহল থেকে এ ধরনের কোনো প্রস্তাব আসে, তাহলে আপনি কি করবেন?
তখন আমি ভেবে দেখব।
আচ্ছা একটা কথা শোনা যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মার সাথে আপনার যোগাযোগ হয়েছে, এ বিষয়ে কী বলবেন?
এ সম্বন্ধে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।
ধন্যবাদ।
Comments are closed.