Also read in

প্রতিবাদের নামে তরুণ ছেলেরা রাস্তায় অশান্তি সৃষ্টি করছে, চলছে গাড়ি ভাঙচুর; আটক ৩

তরুণ ছেলেরা শিলচর শহরের বিভিন্ন জায়গায় আজ যানবাহন ভাঙচুর করেছে। জানা গেছে, একটি এএসটিসি বাস, একটি প্রাইভেট গাড়ি এবং আরও অনেক যানবাহন এপর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের কাছে একদল যুবক একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিশোর কিশোরী এবং তরুণ ছেলেরা আইন নিজেদের হাতে নিয়েছে। গতকাল রাতে মেহেরপুরের কাছে সংঘটিত দুর্ঘটনার প্রতিবাদে এসব ঘটছে। এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল এক দ্রুতগামী ট্রাক প্রতিমা বিসর্জনের মিছিলের উপর দিয়ে চলে যাওয়ায় দুজন নিহত এবং ১৯ জন আহত হন।

 

এদিকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ সূত্র থেকে আমাদের জানানো হয় যে রাস্তায় রাস্তায় অশান্তি সৃষ্টি এবং গাড়ি ভাঙচুরের জন্য এখন পর্যন্ত তিনজন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। সাংসদ রাজদ্বীপ রায় গতকাল ডাক্তার এবং সর্বস্তরের জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং হিংসাপরায়ণ না হওয়ার জন্য আবেদন জানান।

গতকালের দুর্ঘটনাটি ভয়াবহ এবং মর্মান্তিক ছিল তাতে সন্দেহ নেই। এর জন্য ট্রাফিক ব্যবস্থার নড়বড়ে অবস্থা কিংবা সড়ক সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিলেও গাড়ি ভাঙচুর কিংবা হিংসার মাধ্যমে এর সমাধান যে সম্ভব নয়, তা স্পষ্ট।

Comments are closed.