সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাই কাজিডহরের এক যুবক
রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাজিডহর প্রথম খন্ডের জুনাইদ আহমেদ বড়ভুইয়া নামের এক যুবক। পারিবারিক সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাত রাত সাড়ে আটটা নাগাদ বাইকে চড়ে সোনাই বাজার গিয়েছিলেন তিনি, সেখানে থেকে বাড়ি ফেরার পথে কাজিডহর রোডে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে বাইকটি। এতে গুরুতর আহত হন জুনাইদ আহমেদ বড়ভুইয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবরটি জানান; সকলে মিলে গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বাইরে কোথাও নিয়ে যেতে। তবে বাইরে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
কয়েকদিন আগে শিলচরের এক ব্যক্তি ধলাই যাওয়ার পথে রাস্তার পাশে রাখা ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন। এবার আরেক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে উত্তর-পূর্বের সবথেকে উপরে রয়েছে অসম রাজ্য। সম্প্রতি একটি সমীক্ষা জানিয়েছিল কাছাড়ের প্রতি দশজন বাইক চালকের মধ্যে মাত্র একজন হেলমেট পরেন। কিছুদিন আগে শিলচরে বাইকের চাকায় এসে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছিল।
Comments are closed.