
অকালে চলে গেলেন প্রতিভাশালী প্যাডলার স্বর্ণদীপা, বাকরুদ্ধ ক্রীড়ামহল
হৃদয়বিদারক। অকালে চলে গেলেন শিলচরের প্রতিভাশালী প্যাডলার স্বর্ণদীপা পাল। বুধবার রাতে অম্বিকাপট্টিতে নিজের বাড়ির বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জেলার এই প্রতিভাশালী প্যাডলার। কি কারনে এই চরম পদক্ষেপ নিলেন, সেটা এখনও জানা যায়নি। তবে কারণ যাই হোক, কঠিন বাস্তব হচ্ছে স্বর্ণদীপা আর নেই।
বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করার পর পরিবারের লোকজনরা স্বর্ণদীপাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান, তবে লাভ হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মূলত হাইলাকান্দির বাসিন্দা স্বর্ণদীপার পরিবার। শিলচর অম্বিকাপট্টির অমলেন্দু এনক্লেভ থাকেন তারা। স্বর্ণদীপার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন। দারুন প্রতিভাশালী প্যাডলার ছিলেন স্বর্ণদীপা। মূলত টিটি অনুশীলনের জন্যই তার পরিবার শিলচরে স্থানান্তরিত হয়েছিল।
১২ বছর বয়স থেকেই টেবিল টেনিস খেলা শুরু করেছিলেন স্বর্ণদীপা। এরপর অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ শিলচর দলে জায়গা করে নেন। জেলা দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। অল আসাম মেজর রেংকিং সহ রাজ্য স্কুল অলিম্পিক প্রতিযোগিতেও অংশ নিয়েছিলেন। সাম্প্রতিককালে শিলচরে বেশকিছু টুর্ণামেন্টে নিজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমন এক প্রতিশ্রুতিসম্পন্ন প্যাডলারের এত কম বয়সে চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না। বাকরুদ্ধ স্থানীয় ক্রীড়ামহল। শোক জানিয়েছে উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। স্বর্ণদীপার অকাল মৃত্যুতে বৃহস্পতিবার ক্লাবের অ্যাকাডেমির অনুশীলন বন্ধ রাখা হয়েছে।
Comments are closed.