তরুণ-তরুণীদের শারীরিক নিগ্রহ করার অভিযোগে পুর কমিশনার অসীম দাসের বিরুদ্ধে মামলা
শহরের স্বচ্ছতা এবং পরিবেশের উন্নতির জন্য একদল পড়ুয়া মিলে বৃহস্পতিবার এক অভিযানের আয়োজন করেছিল। তবে শিলচর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এসে কাজটি করতে গিয়ে তারা শুধুমাত্র বাঁধা পায়নি উপরন্তু শারীরিক ভাবে নিগ্রহের শিকার হয়েছে বলে তাদের অভিযোগ।
এদিন বিকালে রাঙিরখাড়ি থানায় অসীম দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার অসীম দাস তাদের শারীরিক ভাবে নিগ্রহ করেছেন বলে তারা অভিযোগ করেছেন। দলটিতে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা ছিল, যারা হয়াটসঅ্যাপে স্বচ্ছ শিলচর নামের গ্রুপ বানিয়ে স্বচ্ছতা অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। তারা জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণন, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং পুরসভার কনসারভেন্সি বিভাগের দায়িত্বে থাকা পুরসদস্য রাজেশ কুমার দাসের সঙ্গে যোগাযোগ করে। তারা প্রথমদিকে ১৮ নম্বর ওয়ার্ডে কাজটি শুরু করার ইচ্ছা প্রকাশ করলে পুরপতি তাদের অসীম দাসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তাই তারা বৃহস্পতিবার হাইলাকান্দি রোডে অসীম দাসের কার্যালয়ে পৌঁছায়। সেখানে নিজেদের পরিকল্পনার কথা জানালে, প্রথমেই তিনি এটি খারিজ করে দেন। তরুণ-তরুণীরা এব্যাপারে আরও কথা বলতে চাইলে অসভ্য ভাষায় গালাগাল দিতে শুরু করেন অসীম। এতে তরুণরা বেরিয়ে রাস্তায় চলে আসে। তবে হঠাৎ করেই অসীম এবং তার সহযোগীরা এসে ছাত্রছাত্রীদের মারতে শুরু করে। তারা মেয়েদের পর্যন্ত মারতে থাকে। এতে পালিয়ে বাঁচে তরুণ দলটি। তারা সঙ্গে সঙ্গে রাঙিরখাড়ি থানায় এজাহার দিয়ে অভিযোগ দায়ের করে। পাশাপাশি জেলাশাসক, পুরপতি এবং বিজেপির বিভিন্ন নেতাদেরও ব্যাপারটি জানায় তারা।
https://www.youtube.com/watch?v=JfcJMzuUguw
Comments are closed.