ঈদের দিনের পত্নী-বিরহে নিজেকে 'কুরবানী' করার প্রয়াস যুবকের, রক্ষা করল স্থানীয় জনগণ
শ্বশুরমশাই পত্নীকে নিয়ে গেছেন নিজের বাড়িতে; ঈদের দিনেও পত্নীকে পাশে না পেয়ে মনের দুঃখে আল্লাহর কাছে নিজেকে ‘কুরবানী’ দিতে চলে ছিলেন সেলিম উদ্দিন।
ঘটনাটি গতকাল দুপুর ১১টা নাগাদ শিলচর কনকপুর দ্বিতীয় খন্ডের মসজিদের সামনে ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার ঈদের দিনে মসজিদের সামনে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালান কচুদরম থানা এলাকার নতুন কাঞ্চনপুরের যুবক সেলিম উদ্দিন। সেলিম উদ্দিনের বয়ান অনুযায়ী, পত্নীর সঙ্গে বিবাদের জেরে তার শ্বশুর সইব আলি কন্যাকে নিজের বাড়িতে নিয়ে যান, দায়ের করেন মিথ্যা মামলা ও। ঈদের দিনে মিটমাট করার চেষ্টা করলেও শ্বশুরমশাই রাজি না হওয়ায় এমন কাণ্ড ঘটান সেলিম উদ্দিন।
সোমবার দুপুরে কনকপুরের নূরানী মসজিদের সামনে রাস্তায় হঠাৎ ছুরি দিয়ে নিজের গলায় একের পর এক আঘাত করেন তিনি, ঝরতে থাকে রক্ত। ঘটনা প্রত্যক্ষ করে আশেপাশের জনগণ ছুটে এসে তাকে নিরস্ত করে তার হাতের ছুরি কেড়ে নেন, সেলিম তখন পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালান। এবার তাকে স্থানীয় জনগণ ধরে রাখেন এবং পুলিশে খবর দেওয়া হয়। রাঙ্গিরখাড়ি থানা থেকে পুলিশ এসে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে ১৬টি সেলাই দিতে হয়েছে। পরবর্তীতে তাকে তার ভাই আজির উদ্দিনের হাতে সমঝে দেয় পুলিশ।
তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
Comments are closed.