#ট্র্যাশট্যাগ: 'কমনারস' গ্রুপের সাফাই অভিযান শিলচরে
আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে চাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব নিতে আমরা মোটেই রাজি নই। অথচ আমাদের চারপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুন্দর করে তুলতে কাউকে না কাউকে হাত নোংরা করতেই হবে, আবর্জনা হাতে তুলে নিতেই হবে। সাধারণ হয়েও পরিশ্রমী, উদ্যোগী এক ব্যতিক্রমী ‘কমনারস’ নামের যুবাদল সেটাই করছেন।
২০১৫ সালে হাইলাকান্দিতে অল্প কিছু সংখ্যক সদস্যকে সঙ্গে নিয়ে এই ‘কমনারস’ গ্রুপ সামাজিক উন্নয়নে নিজেদের কাজ শুরু করেছিল। আজ তাদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। এই ৫০ জন সদস্যের পরিবার আরও সুষ্ঠুভাবে সমাজের উন্নয়নে কাজ করে চলেছে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছেন।
সম্প্রতি এই ‘কমনারস’ # ট্র্যাশট্যাগ চ্যালেঞ্জটি গ্রহণ করেছে। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বজুড়ে এ ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী এই চ্যালেঞ্জে প্রথমে এমন একটি এলাকার ছবি তুলতে হবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কিংবা রক্ষনাবেক্ষনের খুবই প্রয়োজন। তারপর এই এলাকার উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করার পর এই এলাকার আবার ছবি তুলতে হবে এবং এটি # ট্র্যাশট্যাগ সহ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। কাজটি করার পর সেই ব্যক্তি বা দলের এই চ্যালেঞ্জটি গ্রহণের জন্য আরো দুজন ব্যক্তি বা দলকে মনোনীত করতে হবে।
‘কমনারস’ গ্রুপের ১২ জন সদস্যের একটি যুবাদল শিলচরের অম্বিকা পট্টি এলাকার একটি অঞ্চল পরিষ্কার করে। গ্রুপের সভাপতি রোহন বিশ্বাস বলেন, “গত রবিবার চ্যালেঞ্জ গ্রহণের জন্য স্বচ্ছ শিলচর টিমের দ্বারা আমরা মনোনীত হয়েছিলাম। যারা শিলচরে এই অভিযান প্রথম শুরু করেছিল।
জানা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও ‘কমনারস’ গ্রুপ বরাক উপত্যকার গ্রামীণ এলাকায় অবস্থিত চা বাগানগুলোতে বসবাসরত লোকদের শিক্ষিত করার জন্য নিয়মিত উদ্যোগ নিয়ে থাকে। তাদের উদ্যোগ বিশেষত স্বাস্থ্য , পরিবেশ ও ওম্যান এম্পাওয়ার্মেন্ট নিয়েই থাকে।
গ্রুপটি সমাজের উন্নয়নে প্রায়ই বই, কাপড়,খাদ্য ইত্যাদি বিতরণ সহ বিভিন্ন ভাবে কাজ করে থাকে। গ্রামীণ এলাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ এর ব্যবস্থাও করে থাকে। স্বাস্থ্য সচেতনতার উপর দৃষ্টি দিয়ে গ্রুপটি চা বাগানগুলোর মহিলাদের গর্ভাবস্থার সময় বিভিন্ন সমস্যা, অ্যানিমিয়া, শিশু ও মায়ের যত্ন সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে।
করিমগঞ্জ হাইলাকান্দি ও শিলচর শহরে তাদের তিনটি শাখা রয়েছে। তাদের নির্বাচনের আগে ভোটারদের মধ্যে সচেতনতা ক্যাম্প শুরু করারও পরিকল্পনা রয়েছে। এই গ্রুপটির অনেকগুলো লক্ষ্য রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু তাদের নাম প্রস্তাব করা হয়েছে, তাই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এ কাজ করাই এখন প্রধান লক্ষ্য।
এই মুভমেন্ট চালিয়ে যাওয়ার জন্য তারা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ও শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে মনোনীত করেছে। খুব শীঘ্রই এই গ্রুপকে করিমগঞ্জ ও হাইলাকান্দিতে # ট্র্যাশট্যাগ চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখা যাবে।
Comments are closed.