Also read in

প্রেমিকাকে পেতে যুবকের অনশন ধর্মঘট, একই দিনে হাইলাকান্দি ও জলপাইগুড়িতে প্রায় একই ঘটনা

হাইলাকান্দির আবদুল্লাপুর প্রথম খণ্ডে এক যুবক প্রেমিকার বাড়ির সামনে অনশন ধর্মঘটে বসল, উদ্দেশ্য প্রেমিকার পিতা-মাতাকে বিয়েতে রাজি করানো।

আজ দুপুরে পিঙ্কু রায় নামের এক যুবক (নাকি পাগল প্রেমিক) ঐ আব্দুল্লাপুর গ্রামে বসবাসরত প্রেমিকার বাড়ির সামনে তাবু টাঙ্গিয়ে অনশন ধর্মঘটে বসে পড়ে। আব্দুল্লাপুর হাইলাকান্দি জেলার লালা তহশীলের অন্তর্ভুক্ত।

খবরটা দাবানলের মত ছড়িয়ে পড়ে। আর এমন প্রেমিককে একবার চোখের দেখা দেখতে জনতার ভিড় জমে যায়। পিঙ্কু সবাইকে বলে যে তার সাথে প্রেমিকার বিয়ে না দিলে বা নিদেনপক্ষে বিয়ের সম্মতি না দিলে সে অনশন প্রত্যাহার করবে না। তার এই অনড় মনোভাবে কয়েকজন তাকে মারধর করতেও উদ্যত হয়। এমন পরিস্থিতির খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজ উদ্দিন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে অকুস্থলে হাজির হন। তারপর পরিস্থিতির অবনতির আশঙ্কায় আব্দুল্লাপুর থানায় খবর দেন। পুলিশ এসে প্রেমিক পিঙ্কুকে থানায় নিয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিঙ্কুর আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রেমিকার পিতা মাতা ওদের দুজনের বিয়ের ব্যাপারে এখনো অনড় মনোভাব নিয়ে বসে আছেন।

এদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আজ এরকম আরেকটা ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রেমিকাকে পেতে প্রেমিকের ধর্নায় বসার আরেক বিচিত্র ভালোবাসার কাহিনী সামাজিক মাধ্যমে উঠে এসেছে। প্রেমিকার বিয়ে অন্য পাত্রের সাথে ঠিক হয়েছে শুনে এভাবেই প্রেমিকার বাড়ির সামনেই ব্যর্থ প্রেমিকের ধর্না! ছেলেটির নাম অনন্ত বর্মন। বাড়ি জলপাইগুড়ির ধুপগুড়িতে।

লিপিকা বর্মন নামে একটি মেয়ের সাথে তার সাত আট বছরের সম্পর্ক, মেয়েটির পরিবার মেয়েটিকে বেশি পড়াশুনা করাতে চায়নি। কিন্তু ছেলেটি তার যাবতীয় খরচ বহন করে এবং তাকে পড়াশুনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদের সম্পর্কটাও দুজনের পরিবার আগে থেকেই জানতো। কিন্তু হঠাৎ করে মেয়েটি ছেলেটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে ছেলেটি তার বাবা মাকে মেয়ের বাড়িতে পাঠায় এবং জানতে পারে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়।

মেয়েটি এতদিন তাকে বলে এসেছিলো, সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই ছেলেটি তার ভালোবাসায় কোনো কমতি রাখেনি, কিন্তু যখন সে জানলো মেয়েটির বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়, ততক্ষণাৎ ছেলেটি ধর্নায় বসে তার সাত আট বছরের ভালোবাসা ফিরিয়ে পাওয়ার জন্য।

আসাম ও পশ্চিমবঙ্গের দুই শহরে সাদৃশ্যপূর্ণ এমনতর ঘটনায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

Comments are closed.