
পুলিশের উপর হামলা বদরপুরে, আহত একাধিক পুলিশকর্মী
বদরপুরে শনিবার পুলিশের সঙ্গে একদল যুবকের মারামারির ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বদরপুরে এখন পরিস্থিতি থমথমে বলে জানা যায়।
ঘটনায় প্রকাশ, করিমগঞ্জ থেকে একদল পুলিশ গৌহাটি যাওয়ার সময় বদরপুরে এসে তাদের গাড়িটি ট্রাফিক জ্যামে আটকে যায়। বরাক উপত্যকার করিমগঞ্জ শহরে নির্বাচনের দিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ বাহিনী। গাড়িতে ২৫-৩০ জনের পুলিশের দল নির্বাচনের দায়িত্ব পালন করে গৌহাটি ফিরছিলেন। এই বাহিনীর একজন পুলিশ কর্মী ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ট্রাফিক জ্যামে তাদের গাড়ি বদরপুর ঘাট এলাকায় আটকে যায়। পুলিশকর্মীদের দুই তিনজন গাড়ি থেকে নেমে গাড়িগুলোকে জ্যাম মুক্ত করতে তদারকি করছিলেন। তখন হঠাৎ করেই একটি ভ্যান ওভারটেক করে এসে ঢুকে যায়। ফলে রাস্তা ব্লক হয়ে যাওয়ায় পুলিসকর্মীরা ভ্যানের ড্রাইভারকে বাধা দেয় এবং গাড়িকে লাইনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন ওই যুবকের দল অতর্কিতে হামলা চালায়। পুলিশদেরকে মারধর করে। অনেক সময় ধরে চলে পুলিশ বাহিনী ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি। এমনকি করিমগঞ্জের পুলিশ বলে হেয় করে তাদেরকে যুবকরা গালিগালাজ করে বলেও জানা যায়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যান।
জানা গেছে, একাধিক পুলিশকর্মী এই ঘটনায় আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বদরপুর পুলিশের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। ড্রাইভার এবং বাকিদেরকে এখনো আটক করা সম্ভব হয়নি।
Comments are closed.