সুপ্রভাত, আজ শুক্রবার, ১৪ই জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ৩০শে জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
এনআরসিতে নাম ওঠানোর নাম করে আবেদনকারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এনআরসি সেবা কেন্দ্রের দুই আধিকারিক ও কর্মী সৈয়দ শাহজাহান এবং রাহুল পরাশর। এই খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে,
এনআরসি: উৎকোচ নিতে গিয়ে হাতেনাতে ধৃত দুই আধিকারিক
দৈনিক যুগশঙ্খ এই প্রসঙ্গে দ্বিতীয় শিরোনামে ছবিসহ লিখেছে,
- ঘুষ নিয়ে অ্যান্টিকরাপশনের জালে এনআরসির দুই কর্মী
- ঘুষ কাণ্ডে নাগরিকপঞ্জি প্রভাবিত হবে না, সাফাই কর্তৃপক্ষের
প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
- সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়: মোদি ।। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ বছর ভারতে আসবেন চিনা রাষ্ট্রপতি
- মোদির জন্যই ভারত-পাক সমস্যা মিটবে, আশায় ইমরান
- ডাকসাইটে নেতা গৌতম রায়কে কংগ্রেস দল থেকে সাসপেন্ড করার খবরে সাময়িকের লিড নিউজ,
- কংগ্রেস থেকে সাসপেন্ড গৌতম – দল বিরোধী কাজের জন্য প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা সহ পাঁচ জনের শাস্তি
এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,
গেরুয়া মাখামাখি: শাস্তির খাড়া নামছে গৌতমের উপর
সাথে আছে গৌতম রায়ের উক্তি,
কংগ্রেসকে থোড়াই কেয়ার করি, গর্বের সঙ্গেই বলব ‘জয় শ্রীরাম’
রোজকান্দি চা বাগানের অশান্তি নিয়ে যুগশঙ্খের খবর,
জট কাটেনি রোজকান্দি চা- বাগানের! বল জেলা প্রশাসনের কোর্টে- উদ্বিগ্ন ইউনিয়ন
সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কর নিউজ,
মহাসড়কের বেহাল দশার কথা গাডকাড়িকে জানালেন সর্বা হিমন্ত
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,
রাজ্যের জাতীয় সড়কের নির্মাণ কাজে ক্ষুব্ধ সর্বা- অদক্ষ ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ নীতিনের
প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,
কংগ্রেস আমলের অবৈধ নিযুক্তি- স্বাস্থ্য বিভাগের ৪২০ জনকে ছাঁটাইর প্রস্তুতি
রজনী খাল প্রসঙ্গ নিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির শিরোনাম,
কংগ্রেস আমলেও রজনী খালে উচ্ছেদ হয়েছিল: পরিমল- মানুষের বাঁচার তাগিদেই বনাঞ্চল সংরক্ষণ
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- রাজস্ব ফাঁকি দিয়ে চলছে মেঘালয়ের চুনাপাথর পাচার
- স্বস্তি, বদলে গেল দিক, গুজরাট উপকূল থেকে ফের সমুদ্র বায়ু
- অনন্তনাগে ফের জঙ্গিহানা, শহিদ ৫ জওয়ান
- এনকেফেলাইটিসে বিহারে মৃত ৪৩, সরকার বলছে ব্রেইন ফিভার
যুগশঙ্খের অ্যাংকর নিউজ,
জম্মু কাশ্মীরে জঙ্গি হানায় শহিদ অসমের নীরদ শর্মা – শহীদ পরিবারকে ২০ লক্ষ ঘোষণা রাজ্য সরকারের
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- বিমানে সওয়ার কেউ বেঁচে নেই, উদ্ধার ব্ল্যাক বক্সও
- তিন তালাকের বিরোধিতায় জেডি ইউ
- মহাকাশ কেন্দ্র খুলছে ভারত: ইসরো প্রধান
- সংসদ বসার আগে সর্বদলীয় বৈঠকের ডাক সরকারের
সাময়িক প্রসঙ্গের সুপার অ্যাঙ্কর নিউজ,
উদ্বাস্তু নথি হাতে নিয়েও বিদেশি ঘোষিত আরেক হিন্দু বাঙালি- স্থায়ী বসবাসের প্রমাণ না থাকাই কাল হলো অনিলের
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হলেন নবনির্বাচিত সাংসদ ডাঃ রাজদীপ রায়, এই নিয়ে সাময়িকের খবর,
লোকসভায় বাংলাতেই শপথ নেবেন ‘বেঙ্গলি’ রাজদীপ রায় – বিদেশি শনাক্তে ১০০তে ৫ মামলায় জটিলতা দেখা দিতেই পারে
ভেতরের পাতায় সাময়িকের খবর,
মরণ ফাঁদে পরিণত কালাইন -শিলচর সড়ক :: প্রতিবাদে ছয় ঘন্টা সড়ক অবরোধ:; সার্কল অফিসারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আনোয়ার সুস্থ হয়ে উঠছেন
জলে ডুবে শিশু কন্যার মৃত্যু রামনগরে
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
এখনই কিছু করুন
দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
প্রচন্ড জ্বালানি সঙ্কট আসন্ন
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
জিডিপি তথ্যেও সত্য- মিথ্যা!
এবং
জনসংখ্যা বৃদ্ধি আসলে বর্ধিত জনশক্তি
বিশ্বকাপ ক্রিকেটে গতকাল বৃষ্টির জন্য ভারত নিউজিল্যান্ডের ম্যাচ ভেস্তে যায়, এই খবরে যুগশঙ্খের শিরোনাম,
- এটা বিশ্বকাপ! পয়েন্ট টেবিলের শীর্ষে বরুন দেবই
- বৃষ্টির আবহে আজ ইংল্যান্ডের সামনে ওয়েস্ট ইন্ডিজ
সাময়িক জানাচ্ছে,
ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টি আতঙ্ক!
যুগশঙ্খের অন্য খবর,
ইনিংসে ১০ উইকেট দখল করে নুরুদ্দিনে ইতিহাস গড়লেন অর্পণ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.