শহিদদের প্রতি সুরম্য ছন্দবাসরের শ্রদ্ধাঞ্জলি
উনিশের পূণ্যলগ্নে সবাই সবার মত করে শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। সুরম্য ছন্দবাসর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল কবিতা আবৃত্তির মাধ্যমে।
সুরম্য ছন্দবাসরের আবৃত্তিকারদের কন্ঠে উনিশে মে ভাষা শহিদদের প্রতি উৎসর্গীকৃত কিছু কবিতা শুনলাম । বেশ ভালো লাগলো। খুব সুন্দর তাদের প্রয়াস। ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জয়তি চক্রবর্তী, সংহিতা পাল, অর্চনা ভট্টাচার্য, দেবাঞ্জন মুখোপাধ্যায় ও মিঠু সাহা দাস। বরাকের বিভিন্ন কবি ও বাংলার কবিদের রচিত এই সুন্দর কবিতাগুলো আপনারা ইউটিউবে দেখতে ও শুনতে পাবেন ।এতে আবহ সৃষ্টি করেছেন শ্রীকন্ঠ দাস এবং এডিটিং করেছেন টিংকু নাথ। পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন সংহিতা পাল।
লকডাউন পিরিয়ডে তারা প্রত্যেকেই বাড়িতে থেকে এ কাজ করেছেন। ভৌগোলিক দূরত্বকে উপেক্ষা করে কেউ দিল্লি, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে এবং কেউ শিলচর থেকেই বাড়িতে বসে রেকর্ড করে তারা এই প্রয়াসটি উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আপনাদের সবার প্রতি শোনার অনুরোধ থাকলো।
Comments are closed.