12 hour Dimahasao Bandh : Prohibitory order under section 144 after untoward incident
ইন্ডিজেনাস পিপলস ফোরামের ডাকা ১২ ঘন্টা ডিমা হাসাও বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলা সদর হাফলংয়ে বন্ধ সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এরপরই সমগ্র ডিমা হাসাও জেলায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার অধীন বিধিনিষেধ আরোপ করে প্রশাসন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাফলং সিনেমা হলের সামনে বন্ধ সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের ফলে বেশ কয়েকজন বন্ধ সমর্থক আহত হন। সাথে সাথে, ডিএসপি এস কে মরাংয়ের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পর ডিমা হাসাও জেলা উপায়ুক্তের এক আদেশব সমগ্র জেলায় ১৪৪় ধারার অধীনে বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধ অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের আন্দোলন কার্যসূচি, মারাত্মক অস্ত্র শস্ত্র বহন এবং দ্বিচক্রযানের পিছনে পিলিয়ন রাইডিং নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আর্টিকল ২৪৪(২) এবং ২৭৫(১) অনুসারে টাস্কফোর্সের রিপোর্টের ভিত্তিতে একটি স্বায়ত্তশাসিত জেলা এবং স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফোরাম ১২ ঘন্টা ব্যাপী ডিমা হাসাও জেলা বন্ধের ডাক দিয়েছিল।
Comments are closed.