Also read in

14 Bengalis in Manipur jail since March 22; angry committee warns road blockade

গত ২২ শে মার্চ থেকে মনিপুরের জেলে বরাকের বন্দীদের মুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল সোশ্যাল ইউনাইটেড নেটওয়ার্ক। জেলা শাসকের কাছে প্রদত্ত স্মারকলিপিতে অবিলম্বে এদের মুক্তি প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এনআরসির নামে প্রকৃত ভারতীয়দের জেলে বন্দি করে রাখা হয়েছে। এদেরকে অবিলম্বে মুক্তি না দিলে জাতীয় সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন জিরিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবীর সরকার ।

দক্ষিণ আসামের কাছাড় জেলার ১৪ জন শ্রমিক শ্রেণীর ভারতীয় নাগরিক ভারতেরই অঙ্গরাজ্য মনিপুরে গত ২২ মার্চ থেকে ইম্ফলের জেলে বন্দী জীবন যাপন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি অনুপ্রবেশকারী বিদেশী । ভারতীয় নাগরিকত্বের স্বপক্ষে সমস্ত রকম প্রমাণপত্র দেখানো সত্ত্বেও একমাত্র বাঙালি হওয়ার জন্য তাদেরকে মনিপুর সরকার জেলে পুরে রেখেছে। আমরা বাঙালিও মনিপুরী সরকারের সংবিধান বিরোধী-বাঙালি বিরোধী এই কাজের তীব্র নিন্দা ও ধিক্কার জানায়িছে। তাদের প্রতিক্রিয়া, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও পদদলিত হচ্ছে; বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচন নিয়ে ব্যাস্ত আছেন, কিন্তু ওই ব্যাপারে কারো কোন বলিষ্ঠ ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। এই ব্যাপারে দল-মতের ঊর্ধ্বে উঠে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখেছে আমরা বাঙালি আসাম রাজ্য কমিটি ।

সোনাই এলাকার ১৪ বাঙালি যুবকদের বাংলাদেশি আখ্যা দিয়ে জেলে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায়, ঘটনাটি ঘটেছে মনিপুর রাজ্যের পাটসই পুলিশ থানায় ২২ মার্চ । এদিন মনিপুর রাজ্যে শ্রমিকের কাজে যোগ দিতে সোনাই নতুন রামনগর এলাকা থেকে এরা রওনা দেন কিন্তু মনিপুর রাজ্যের এলাকায় পৌঁছতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটকের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায। এ দিন রাতেই সোনাই পুলিশ পাটসই থানার সঙ্গে যোগাযোগ করে এসব লোকেরা সোনাই এলাকার বাসিন্দা বলে জানায়। কিন্তু রহস্যজনকভাবে মনিপুরের পুলিশ এই যুবকদের বাংলাদেশি আখ্যা দিয়ে মনিপুর জেলে পাঠানোর ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে । মনিপুর রাজ্যের পুলিশের প্রদান করা রিপোর্ট মতে সোনাইর দক্ষিণ মোহনপুর এলাকার নুর ইসলাম লস্কর, বদরুজ্জামান লস্কর, নাজির হোসেন লস্কর,কামরুল হোসেন লস্কর, আসির উদ্দিন লস্কর, মকবুল হোসেন লস্কর, আকবর হোসেন লস্কর নতুন রামনগর এলাকার হোসেন আহমেদ লস্কর হাকিম নগর এলাকার অপু দাস এবং আশরাফুল হক লস্কর এছাড়াও সোনাবারিঘাট এলাকার নাজিম উদ্দিন লস্কর হেলাল হোসেন মজুমদারসহ মোট ১৪ জনের বিরুদ্ধে পাটসই থানায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.