Also read in

BJP's failure and exploitation of Farmers is the issue of forthcoming election : Asit Bhattacharya

বরাক বুলেটিন, শিলচর ৩০ মার্চঃ ক্ষমতায় এসে গত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। শুধু প্রতিশ্রুতির বণ্যা ছুটিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পুঁজিবাদী মোদির দল বিজেপি। এই ব্যর্থতার বিরুদ্ধেই মানুষের কাছে ভোট চাইবে এসইউসিআই কমিউনিস্ট। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানিয়ে দেন এসইউসিআইর প্যলিটব্যুরো সদস্য অসিত ভট্টাচার্য।

অসিত ভট্টাচার্য জানিয়ে দেন আসামে শিলচর, করিমগঞ্জ সহ মোট ৬টি লোকসভা আসনে প্রার্থী দিচ্ছে দল। এর মধ্যে রয়েছে লখিমপুর, মঙ্গলদৈ, বরপেটা ও ধুবড়ি। এ ছাড়া পশ্চিমবঙ্গের ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে দল। সব মিলিয়ে ১১৯ জন প্রার্থী দেওয়া হয়েছে ২০ টি রাজ্যে ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে।
অসিতবাবু বলেন, নরেন্দ্র মোদির শাসনে দেশ সংকটের মধ্যে রয়েছে। চূড়ান্ত ভাবে বেড়েছে বেকারত্ব, বছরে ২ কোটি চাকরি ভেস্তে গেছে। কৃষকদের আত্মহত্যার সংখ্যা প্রচুর বেড়েছে। ফলে এই সরকার সাধারণ মানুষের স্বার্থ কিছুই করেনি। এই সত্যই আমরা জনগণের কাছে তুলে ধরে আন্দোলনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট চাইব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের প্রার্থী শ্যামদেও কুর্মি, দলের করিমগঞ্জের প্রার্থী প্রভাসচন্দ্র সরকার।

Comments are closed.