20 Bangladeshi immigrants to be deported tomorrow via Sutarkandi border
আগামীকাল সুতারকান্দি সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে
আগামীকাল আরেক দফা অবৈধ বাংলাদেশি ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে । বর্তমানে তারা শিলচর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। দুই দেশের মধ্যে আধিকারিক পর্যায়ে আলোচনার পর যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুতারকান্দি সীমান্ত দিয়ে এই কুড়ি জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। একজন মহিলা সমেত এই কুড়িজন বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১৮ জনকে আটক করা হয়েছিল করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে এবং শিলচর হাইলাকান্দি জেলা থেকে একজন করে। এরা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। গ্রেফতার হওয়ার পর এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এরা হলেন, ইকবাল আহমেদ তালুকদার, ইসাক আলি, আজিম উদ্দিন, সমীর আহমেদ, শেখর নমসুদ্র, সুজিত চন্দ্র দাস, চাঁদ আলি, আলিম উদ্দিন, আব্দুল লতিফ, (সিলেট); রবীন্দ্র দাস, শাহ আলি মিয়া, ফারুক মিয়া, ইব্রাহিম তালুকদার (কিশোরগঞ্জ); শাহেদ আল আমিন (হবিগঞ্জ); রফিউল সাদ্দার (গোপালগঞ্জ) , পরিমল দাস এবং আলো রানী দাস (কক্সবাজার)। এই নাগরিকদের বাংলাদেশে থাকা ঠিকানা পরীক্ষা করার পর বাংলাদেশি আধিকারিকরা প্রত্যাবর্তনের সবুজ সংকেত প্রদান করেন।এবার সড়কপথে সুতারকান্দি সীমান্ত দিয়ে এদেরকে বাংলাদেশের আধিকারিকদের কাছে সমঝে দেওয়া হবে।
উল্লেখ্য, কয়েক বৎসর আগে পুশব্যাক পদ্ধতিতে অবৈধ বাংলাদেশি প্রব্রজনকারীদের ফেরত পাঠানো হতো, যা আদৌ কার্যকর হয়নি। এখন দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পাঠানোর ফলে এই প্রক্রিয়া অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে।
Comments are closed.