Also read in

2000 Bajrang Dal members to travel to Ayodhya to help in rebuilding of Ram Temple

বজরং দলের দুই হাজার করসেবক অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য আগামী অক্টোবর মাসে রওয়ানা হচ্ছেন। ২০ অক্টোবর তারা লখনৌতে পৌঁছে তিন দিনব্যাপী মহাসমারোহে অংশগ্রহণ করবেন। লখনৌতে রাম মন্দির নির্মাণের রণকৌশল তথা কর্মসূচি অনুযায়ী সর্বমোট ৭ লক্ষ করসেবক দলের প্রবীনদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর করসেবকরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গতকাল বজরং দলের সংগঠক সন্দীপ চক্রবর্তী এ কথা জানিয়েছেন।

বিশ্ব বজরং দলের ব্যবস্থাপনায় শিলচরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিন্দু পরিষদের প্রতিনিধি সম্মেলনের পর রাষ্ট্রীয় বজরং দলের স্থানীয় সভাপতি সুদীপ চক্রবর্তী এই কথা জানান। তিনি আরো জানান, এনআরসি থেকে বাদ যাওয়া হিন্দুদের আসাম সহ বিভিন্ন রাজ্যে ভাগ করে নাগরিকত্ব দেওয়ার পক্ষে রয়েছে আন্তর্জাতিক হিন্দু পরিষদ। তিনি বলেন, “এই প্রান্ত থেকে দুই হাজার করসেবক আগামী ২০ অক্টোবরে লখনৌ পৌঁছাবেন, সেখান থেকে অযোধ্যা যাবেন ২৩শে অক্টোবর। উদ্দেশ্য একটাই – রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা, যাতে আগামী সংসদ নির্বাচনের পূর্বেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়”।

উল্লেখ্য যে, রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ ইদানিং বেশ জোরদার হয়ে উঠেছে। দিন কয়েক আগে যোগী মন্ত্রিসভার মুকুট বিহারি বর্মা এক বিতর্কিত মন্তব্যে বলেছিলেন যে অযোধ্যা রাম মন্দির হবেই কারণ দেশের বিচার ব্যবস্থা তাদের হাতেই। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির প্রাক্তন সংসদ রাম বিলাস বেদান্তি । তিনি বলেন, তার মতে লোকসভা নির্বাচনের আগেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ। একমাত্র রাম মন্দির স্থাপনের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘল, রাম জন্মভূমি কমিটির প্রাক্তন চেয়ারম্যান শ্রীরামচন্দ্র দাস পরমহংস এবং করসেবকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এইসব বিভিন্ন প্রাসঙ্গিকতা বিবেচনা করে বিদগ্ধ মহল মনে করছেন, আসন্ন ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির ইস্যু আবার মাথাচাড়া দিয়ে উঠবে,এটাই স্বাভাবিক।

Comments are closed.