Also read in

4 more COVID cases in Cachar District, State total rises to 856

দুপুর দুটো পঞ্চাশে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে জানা গিয়েছিল বরাক উপত্যকায় আজকের দিনে আক্রান্ত ১১, ছটা কুড়িতে আরো চারজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। অর্থাৎ আজকের দিনে এখন পর্যন্ত বরাক উপত্যকায় আক্রান্তের সংখ্যা ১৫ । বিকেলে যাদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে এরা হলেন,

কাছাড় জেলার গনিরগ্রামের দুজন বাসিন্দা ৩৩ বছর বয়স্ক রাজিব উদ্দিন যার মুম্বাই থেকে আসার বৃত্তান্ত রয়েছে এবং ৩০ বছরের শামসুল আলম মজুমদার যার গুজরাট থেকে আসার বৃত্তান্ত রয়েছে । এছাড়া অপর দুজন হলেন গোসাইপুর দ্বিতীয় খন্ডের ৪৮ বছর বয়স্ক জাকির হোসেন ভূঁইয়া এবং বুড়িবাড়ি এলাকার ১৮ বছর বয়স্ক আজার উদ্দিন বড়ভূঁইয়া; এরা দুজনেরই গুজরাট ভ্রমণের বৃত্তান্ত রয়েছে। অর্থাৎ এরা সবাই রাজ্যের বাইরে থেকে এসেছেন।

আজ দুপুরে সংক্রমণ ধরা পড়া আক্রান্তদের মধ্যে কাছাড় জেলার হলেন,

ইকবাল বাহার বড়ভূইয়া, (৩০ বছর), উজানগ্রাম, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: মুম্বাই

আলমগীর সুলতান (১৮) বৎসর, ভ্রমণ বৃত্তান্ত : আলিগড়

ধীরাজ কুমার জৈন (৩৬) বৎসর, জানিগঞ্জ, শিলচর কাছাড় ভ্রমণ বৃত্তান্ত : ভাগলপুর, বিহার

মাহমুদুল হান্নান রাজ বড়ভূইয়া (২২ বছর,) বড়যাত্রাপুর, কাছাড় , ভ্রমণ বৃত্তান্ত : মুম্বাই

শাহিল আলম বড়ভূঁইয়া ( ২০ বছর) বাশখাল, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: গুজরাট

ফারুক আহমেদ লস্কর (২০ বছর) ফুলবাড়ি, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত : মুম্বাই

আমিনুল হক বড়ভূইয়া, (১২ বছর) ,গোসাইপুর কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: গুজরাট

করিমগঞ্জ জেলার রয়েছে,

সাহিদ আহমেদ (২৫ বছর), ভ্রমণ বৃত্তান্ত: নভি মুম্বাই

ওয়াহিদ আহমেদ (২০ বছর), ভ্রমণ বৃত্তান্ত: নভি মুম্বাই

হাইলাকান্দি জেলার রয়েছে,

আবদুল রহমান (৩০ বছর, ভ্রমণ বৃত্তান্ত: পশ্চিমবঙ্গের ছাগলিয়া সীমান্ত

সাকির আহমেদ মজুমদার (২২ বছর), ভ্রমণবৃত্তান্ত: মহারাষ্ট্র

আজ সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত- ৮৫৬, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭, সক্রিয়ভাবে আছেন ৭৬২ এবং মারা গেছেন ৪

Comments are closed.