42 crores for Rangirkhal guard wall, 18 crores for beautification of Silchar
জমা জল থেকে শিলচরবাসীকে মুক্তি দিতে রাঙ্গিরখাল সংস্কারে হাত দিচ্ছেন কর্তৃপক্ষ। কনকপুর রোড (গোপাল আখড়া) থেকে আশ্রম রোড (সানলিট হসপিটাল)পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় ৭ মিটার চওড়া খাল রেখে আরসিসি গার্ড ওয়াল তোলার প্রকল্প হাতে নিচ্ছে শহর পরিকাঠামো উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ সিআইডিএফ। সাথে থাকছে আরও ২৫ টি গুচ্ছ প্রকল্প, যাতে শহরের অন্যান্য সমস্যাগুলো সমাধান করা যায়।
শুক্রবার কমিটির তিন ঘণ্টাব্যাপী বৈঠকে অনুমোদন প্রাপ্ত ২৫টি প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা উন্নয়ন আধিকারিক, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।
গৃহীত ২৫টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো রাঙ্গিরখালের ধারে আরসিসি গার্ড ওয়াল। এতে প্রয়োজনে উচ্ছেদ অভিযান ও চালানো হবে যাতে জমা জলের একটা সুষ্ঠু সমাধান করা যায়। এক্ষেত্রে বরাদ্দ হয়েছে ৪২ কোটি টাকা
এছাড়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ঘাটের সৌন্দর্যায়ন। এই প্রকল্পে ব্যয় হবে ১৮ কোটি টাকা।
২১ কোটি টাকা ব্যয়ে শিলচর সদর ঘাট বিবেকানন্দ স্মৃতিসৌধ থেকে রামনগর পর্যন্ত রাস্তার চওড়া করার কাজ হবে। ঘুঙ্গুর থেকে রংপুর হয়ে রামনগর পর্যন্ত এলাকায় বসবে সিসি টিভি ক্যামেরা, বরাদ্দ ৬ কোটি। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার মান উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শহরের মাস্টার ড্রেনেজ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোটি টাকা। এই অর্থ ব্যয়ে ডিআইজি বাংলো পয়েন্ট থেকে শ্যামাপ্রসাদ রোড, চার্চ রোড, অম্বিকাপুর পর্যন্ত ড্রেন কাম ফুটপাত তৈরি করা হবে।
শহরের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে শিলচর সতীন্দ্র দেব স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা।
অনেকদিন আগে রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত ২০০ কোটি টাকার তহবিল নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। এখন এই বরাদ্দকৃত তার টাকার সঠিক ব্যবহারে শিলচর বশির কিছুটা স্বস্তি মিলতে পারে তা বলাই বাহুল্য।
Comments are closed.