Also read in

5 Assam Districts among 170 COVID 19 HOTSPOTS in the country, Barak valley excluded

প্রথম দফার লকডাউন যত এগিয়েছে, দেশে মোট করোনা-সংক্রমনের সংখ্যা ততই লাফিয়ে বেড়েছে। দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিনে সে সংখ্যাটা পৌঁছল প্রায় ১২ হাজারে। এই সংক্রমনের তথ্যের ভিত্তিতেই দেশের ১৭০টি জেলাকে সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে ‘রেড জোন’ রূপে চিহ্নিত করল কেন্দ্র। যার মধ্যে রয়েছে আসামের ৫টিজেলাও।

তবে, এই হট স্পট জোনে বরাক উপত্যকার তিনটি জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির নাম নেই। এই নন হটস্পট জোনে আসামের মধ্যে রয়েছে কামরূপ, কামরূপ মেট্রো, লখিমপুর, দক্ষিণ শালমারা ও মানকাচর জেলা। আগামী ২০ এপ্রিলের পর লক ডাউনের মধ্যেই এইসব স্থানগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।

হটস্পট জোন হিসেবে চিহ্নিত আসামের জেলা গুলি হল, গোলাঘাট, মরিগাঁও, নলবাড়ি, গোয়ালপাড়া ও ধুবড়ি ।এইসব জেলাগুলিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

সমগ্র দেশে ১৭০ টি জেলাকে হটস্পট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও দেশের ২০৭টি জেলাকে সম্ভাব্য হটস্পট জোন হিসেবে ধরে নিয়ে এই গুলোকে ‘হোয়াইট জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দেশের বাকি জেলা, যেগুলোতে করোনা সংক্রমনের সংখ্যা শূন্য, সেগুলো কে ‘গ্রীন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সচিব জানিয়েছেন, হটস্পট জোন গুলিতে আগামী ২৮ দিন সমস্ত ধরনের নিয়ন্ত্রণ জারি থাকবে। এই এলাকাগুলিতে বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হবে এবং কোভিড১৯ এর পরীক্ষা-নিরীক্ষা আরো বেশি সংখ্যায় করা হবে।

Comments are closed.