68 people including 7 from DC's office tested COVID positive in Hailakandi
হাইলাকান্দি জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় জেলার জনমানসে উদ্বেগ বেড়েই চলেছে । গত চব্বিশ ঘন্টায় জেলায় কোভিড আক্রান্ত হয়েছেন আরও ৬৮ জন। এদের মধ্যে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সাত জন কর্মী রয়েছেন।
গত তিনদিনে জেলা উপায়ুক্তের কার্যালয়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত সহ মোট পনের জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্ত সাতজনের মধ্যে রয়েছেন ডিসি অফিসের কর্মী কেশব শর্মা মজুমদার (৩৩), দেবজ্যোতি অর্জুন (৪৬), আমজাদ হোসেন লস্কর (২৬), নিরুপম দে (২৫), আবুল হোসেন তাপাদার (৩৩), লীলা নাথ (৫৮) ও হিফজুর রহমান ।এর আগে কাটলিছড়ার মহকুমাশাসকের গাড়ি চালক আব্দুল জলিল বড়ভুইয়াও কোভিড আক্রান্ত হন।
এদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৪০ জনকে হাইলাকান্দির এস কে রায় কোভিড হাসপাতাল, ৪৩ জনকে এম এমজি মডেল হাসপাতালে , ৬ জনকে শিলচর এসএমসিএইচ-এ , ৪৭ জনকে আলগাপুর মডেল হাসপাতালে , ৬ জনকে এইচপিসি গেস্ট হাউস কোভিড কেয়ার সেন্টারে এবং ১৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে । সুস্থ হয়ে ওঠা ৩১৫ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে জেলায় ১১৫ জন করোনা পজিটিভ কেইস সক্রিয় রয়েছে । তাছাড়া ১২৫৭ জন জেলার ২৬ টি ফেসেলিটি কোয়ারান্টাইন সেন্টার এবং ৪৫৯৮ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
এদিকে কোভিড -১৯ পজিটিভ কেইসের সংখ্যা দ্রুত বৃদ্ধির প্রেক্ষিতে কোভিড নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করে চলতে সর্বসাধারণের প্রতি আহবান জানিয়েছেন জেলা উপায়ুক্ত মেঘানিধি দাহাল । তিনি কোভিড ১৯ প্রোটোকল অনুসরণ, মাস্কের ব্যাবহার, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং রোগ প্রতিরোধের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জনগণকে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় এপর্যন্ত ছয় হাজার পরিযায়ী শ্রমিক বর্হিরাজ্য থেকে এসেছেন । এদিকে লালা রাজস্ব চক্র এলাকায় শনিবার হোম কোয়ারান্টাইনে থাকা চার পরিযায়ী শ্রমিকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় তাদের বাড়িকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন । লালার কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছেন লালা উমেদ নগরের রাজমোহন সরণীর যুবক রাজেশ দাস, লালার রাজ্যেশ্বরপুর দ্বিতীয় খণ্ডের কাইদুল ইসলাম লস্কর,লালার পাশ্ববর্তী লালাছড়া বাগানের আফজল হোসেন লস্কর এবং লালা শহরের অপর এক যুবক বিপ্লব ঘোষ।
Comments are closed.