Also read in

Today’s Headlines: Crack in the Saffron fort, Congress came back in three states.

সুপ্রভাত, আজ বুধবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ১২ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ আজ সবগুলো পত্রিকার সিংহভাগ জুড়ে রয়েছে।

প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

গেরুয়া দুর্গে ফাটল, ৩ রাজ্য কংগ্রেসের :: মধ্যপ্রদেশে টি-২০ ম্যাচ :: রাজস্থানে মুকুটহীন বসুন্ধরা :: কংগ্রেস হারালো মিজো ভরসা :: তেলেঙ্গানায় টিআরএসের বাজিমাত :: ছত্তিশগড়ে রমন জামানার অবসান

সাথে আছে,

ক্ষমতায় ফিরল এমএনএফ, মিজোরামে খাতা খুলল বিজেপি :: উত্তর-পূর্বে নিশ্চিহ্ন কংগ্রেস

সাময়িক প্রসঙ্গের ব্যানার হেডলাইন,

সেমিফাইনালে বিধ্বস্ত বিজেপি : হিন্দি বলয়ে উত্থান কংগ্রেসের, গেরুয়া শিবিরের হাতছাড়া রাজস্থান-ছত্তিশগড়, চমক দেখাল টিআরএস – এমএনএফ ।। তিন রাজ্যের ফলাফলে রাজীব ভবনে উৎসবমুখর পরিবেশ

সাথে আছে,

  • বড় সাফল্য, সভাপতিত্বের এক বছর লম্বা পথ পেরিয়ে এসে এক অন্য রাহুল
  • এই ফল মোদি সরকারের বিরুদ্ধে রায় নয় :রাজনাথ

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

  • প্রতিষ্ঠান বিরোধিতাই এই জয়ে ফেরালো কংগ্রেসকে
  • মোদির স্বপ্ন ফেরির বিরুদ্ধেই রায়: রাহুল

সাথে আছে,

  • জয়-পরাজয় নিয়েই জীবন: মোদি
  • তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে

এনআরসির খবরে সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,

লিঙ্কেজ নথির জট, আমসু-জমিয়তের মামলা আজ আদালতে ।। পুনরাবেদনের সময় বাড়বে কিনা, আজ সুপ্রীম শুনানি

সাময়িক প্রসঙ্গে আরও কয়েকটি খবর,

  • আরবিআই-র নয়া গভর্নর শক্তিকান্ত দাস
  • আসছেন প্রধানমন্ত্রী, বগিবিলের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
  • ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক

পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে আজ, এই নিয়ে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

পঞ্চায়েতে একাধিপত্য বিজেপির না অক্সিজেন কংগ্রেসের? গ্রাম-অসম কার দখলে ফয়সালা আজ

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

  • কাছাড়ের ১৪টি জেলা পরিষদ, ৮৫টি জিপির ভোট গণনা আজ – কড়া নিরাপত্তা বলয় ঘিরে আছে আইএসবিটি চত্বর
  • চার রাজ্যের পর পঞ্চায়েত রাজে এবার গেরুয়া মুক্ত হবে অসম: কমলাক্ষ

তিন এর পাতায় রঙিন বক্সে সাময়িক জানাচ্ছে,

পাঁচগ্রাম কাগজ কল: মামলার পথেই সিবিআই

আজ সম্পাদকীয়তে প্রান্তজ্যোতি লিখেছে,

এনআরসি আবেদনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,

উর্জিত প্যাটেলের ইস্তফা দেশে অশনি সঙ্কেত

যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বিধানসভা ভোটের ফল

এবং

ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল

খেলার পাতায় বিশ্বকাপ হকির খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান, কোয়ার্টারে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ড

পিকলু সরকার স্মৃতি ট্রফি প্রতিযোগিতার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

নাটকীয় ফাইনালে অ্যাডভান্টেজ ত্রিবেনীর- শেষ দিনে আজ মরণকামড় দিতে চায় ইন্ডিয়া ক্লাব

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.