Also read in

BJP AP candidate along with 10 others are injured in road mishap

ডাম্পারের ধাক্কা : গণনায় যাওয়ার পথে জখম বিজেপির এপি সদস্য প্রার্থী সহ ১০

সাতসকালে হাইলাকান্দির ভোট গণনা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বিজেপি দলের এক আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী সহ দশ জন। দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল পাঁচটা নাগাদ হাইলাকান্দির কাটলিছড়া লতাকান্দি বাইপাস এলাকার জাতীয় সড়কে। দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় ম্যাক্সিমো গাড়ির চালক সহ মোট দশজন জখম হয়েছেন। আহতদের সবাইকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, এদিন সকাল আটটা থেকে এক নম্বর বরুনছড়া কুকিছড়া জিপির ভোট গণনা শুরু হয়। আর এই গণনা পর্বে অংশ নিতে ভোর রাতে ম্যাক্সিমো গাড়ি নিয়ে হাইলাকান্দির উদ্দ্যেশ্যে রওয়ানা হন বরুনছড়া জিপির বিজেপি দলের এপি সদস্য পদ প্রার্থী মিনাক্ষী রায় সহ পরিবার, নিকটাত্মীয়দের দশ জন। কাটলিছড়া লতাকান্দি বাইপাস এলাকায় আসার পর একটি ডাম্পারের সাথে তাদের ম্যাক্সিমো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ম্যাক্সিমো গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। এতে এপি সদস্য প্রার্থী মিনাক্ষী রায়, তাঁর ছ’বছরের ছেলে প্রীতম রায়, স্বামী পান্না পুরকায়স্থ, নিকটাত্মীয় মৃনাল রায়, বিজিত রায়, সুব্রত রায়, দেবাশিষ রায়, বাটুল রুদ্রপাল, লক্ষীপ্রসাদ রী আহত হন। আহত বাকিদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার শব্দ, আর জখমীদের আর্ত চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাদের কাটলিছড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে কাটলিছড়া পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় কাটলিছড়ার কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরণ করেন।

Comments are closed.