Also read in

Dead fishes floating in Longai River; locals petrified

করিমগঞ্জের লঙ্গাই নদীতে ভেসে উঠছে হাজার হাজার মাছ, চাঞ্চল্য

আজ সকাল থেকে করিমগঞ্জের লঙ্গাই নদীতে বিভিন্ন ধরনের অসংখ্য মাছ ভেসে উঠছে, হিড়িক পড়েছে মাছ ধরার। মাছ ধরতে জলে নেমে পড়ছেন এক বিশাল সংখ্যক মানুষ। এদিকে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটা চাউর হতেই করিমগঞ্জের জনগণ সেতুর উপর ভিড় করে আছেন।

আশঙ্কা করা হচ্ছে, কোন দুষ্কৃতী বিষ প্রয়োগ করায় মাছ গুলো ভেসে উঠছে । লঙ্গাই নদীর জল শহরের একাংশ বাসিন্দা পান করে থাকেন; যদি সত্যি সত্যি বিষ প্রয়োগ হয়ে থাকে, তাহলে সেই জল পান করা মারাত্মক হয়ে দাঁড়াতে পারে।

এদিকে করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটা সম্বন্ধে তার অজ্ঞতা ব্যক্ত করেন।

Comments are closed.