Also read in

Reckless driving snatches the life of a school girl, road blockade

অল্টোর ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ,উত্তেজনা

দ্রুতগামী একটি অল্টো গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে আলগাপুর এলাকা। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন।। এদিন বেলা এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আলগাপুরের বড়নগদ বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আফরোজা খানম বড়ভূঁইয়া (৬ বৎসর) নামের স্কুলছাত্রী গাড়ির ধাক্কায় আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুর্ঘটনার পরই ওই গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় । বিক্ষুব্ধ জনতা ১৪৪ নং জাতীয় সড়ক অবরোধ করে উপযুক্ত ক্ষতিপূরনের দাবি জানাতে থাকে।। ক্ষুব্ধ জনতা মৃত ছাত্রী আফরোজার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান সহ জেলাশাসক আদিল খানকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য দাবি জানাতে থাকেন।

খবর পেয়ে আলগাপুর পুলিশ সহ সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার ঘটনাস্থলে ছুটে যান। কিন্ত ক্ষুব্ধ জনতা ডিসিকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানান। যদিও শেষ পর্যন্ত প্রশাসনের তৎপরতায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন জনতা। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে।

Comments are closed.